খুন হওয়ার নাটক সাজিয়ে পালানো কথিত ভিকটিম মুক্তিকে নাটোর জেলা পুলিশ ময়মনসিংহ থেকে উদ্ধার ও প্রেমিক আবিদকে আটক

গত ১১/০৫/২০২০ খ্রিঃ সময় ১৮.০০ ঘটিকায় ভিকটিম মোছাঃ মুক্তি এর স্বামী মোঃ আকমল হোসেন (২৮), পিতা-মোঃ আব্দুল মোমিন সরদার, সাং-কুন্দইল, থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ নাটোর জেলার বড়াইগ্রাম থানায় উপস্থিত হয়ে ভিকটিমের ব্যবহৃত IMO হতে পাঠানো একটি ক্ষুদে বার্তা (“তুই যে হোস এই মেয়ে টার আত্মিয়দের বলে দিস। আমি ওকে খালাশ করে দিছি। আমায় ফালতু ছেলে বলে। ওর সব জেদ আজকে শেষ করচি। বারি জাচছিল তাই না? আসল বারি পাঠিয়ে দিলাম। লাশটা খুজে নিশ। টাটা”) এবং তার স্ত্রীকে খুন করা হয়েছে এমন ০৩ (তিন) টি ছবি যা ভিকটিমের মোবাইল হতে তার জা’য়ের মোবাইলে পাঠানো হয়েছিল বলে জানায় । উক্ত ঘটনার প্রেক্ষিতে বড়াইগ্রাম থানার মামলা নং-০৫, তাং-১২/০৫/২০২০খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৭/৩০ রুজু করা হয় । তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে গত ১৩/০৫/২০২০ খ্রিঃ বড়াইগ্রাম থানার একটি টিম এবং ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার সহায়তায় ময়মনসিংহ জেলাধীন ফুলবাড়ীয়া থানা এলাকা হতে কথিত ভিকটিমকে উদ্ধার ও তার প্রেমিক মোঃ সানোয়ার আহম্মেদ @ আবিদ (২৪), পিতা-মোঃ আব্দুল মোতালেব, সাং-দেবগ্রাম, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে আটক করে ।   উদ্ধারের পর কথিত ভিকটিম ও আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা নিজেরা পালিয়ে বিয়ে করার জন্য মোবাইল ফোনে ছবি তুলে পরে তা এডিট করে সংরক্ষণ করে এবং পালিয়ে যাওয়ার সময় উক্ত ছবিগুলো এবং বার্তাটি তার জা’কে পাঠিয়ে দেয় ।   উক্ত ঘটনায় কথিত ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতার সংক্রান্তে অদ্য ১৪-০৫-২০২০ খ্রি. সাংবাদিকদের মাঝে প্রেস ব্রিফিং করেন জনাব লিটন কুমার সাহা পিপিএম-বার, পুলিশ সুপার, নাটোর ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage