বগুড়া জেলার শিবগঞ্জ থানায় পুলিশের অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচীর ৪২ চাউল সহ ০১ জন গ্রেফতার।

গত ২২ মে রাতে  শিবগঞ্জ থানাধীন শিবগঞ্জ সদর ইউনিয়নের জুরি মাঝপাড়া গ্রামের জনৈক মোঃ রাঙ্গার বাড়ীর পাশে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা মূল্যের চাউল কালো বাজারের মধ্যেমে ক্রয় করে মজুদ করা কালোবাজারিরা বিক্রি করার জন্য চাউল গুলি অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে একটি ভটভটিতে লোড করছে। এমন সংবাদের ভিত্তিতে  শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে   থানার ইন্সপেক্টর ( অপারেশন) হরিদাস মন্ডলের সহ থানার  এআই আবুল কালাম আজাদ, এএসআই  আফজাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভটভটির চাউলের বস্তার উপরে বসা দুই জন ব্যক্তি সহ ভটভটি চালক ভটভটি থামিয়ে দ্রত পালানোর চেষ্টা  করাকালে  আসামী শিবলু (৩৫)  কে আটক করে। এসংক্রান্তে শিবগঞ্জ থানায় মামলা রুজু হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage