জেলা পুলিশ, বগুড়ার আয়োজনে পুলিশ লাইন্সে উদ্বোধন করা হলো করোনা সচেতনতা ও সুরক্ষা সামগ্রী ব্যবহার বিষয়ক "কর্মশালা"

সচেতনতায় সুদৃঢ় হোক নিরাপত্তার নীড়    জেলা পুলিশের আয়োজনে এবং ডায়া হরমোন, বগুড়াʼর  সহযোগিতায় বগুড়া পুলিশ লাইন্সে উদ্বোধন করা হলো করোনা সচেতনতা ও সুরক্ষা সামগ্রী ব্যবহার বিষয়ক "কর্মশালা"। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, বগুড়ার প্রতিনিধি জনাব তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এবং জনাব ডাঃ সামির হোসেন মিশু, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। উক্ত কর্মশালায় স্বাস্থ্য বিধি সংক্রান্ত সচেতনতা উপস্থাপন করেন জনাব ডাঃ মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, ফরেনসিক বিভাগ এবং জনাব ডাঃ মোঃ আহমেদুল কবির ঝিনুক, কনসালটেন্ট (এন্ডোক্রাইনোলোজি এন্ড মেটাবোলিজম), শজিমেক, বগুড়া। এই কর্মশালার মাধ্যমে পর্যাক্রমে জেলার সকল ইউনিটের প্রতিটি পুলিশ সদস্য প্রশিক্ষণ গ্রহণ করবেন। এই প্রশিক্ষণের মাধ্যমে করোনা যুদ্ধে ফ্রন্ট লাইন ফাইটার হিসেবে পুলিশ সদস্যরা যেন নিজেদেরকে আরো অধিক সুরক্ষিত রেখে দেশের সেবা করে যেতে পারে সে লক্ষ্যে জেলা পুলিশ, বগুড়ার এই আয়োজন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage