জয়পুরহাটে ডিবি কর্তৃক ট্রাক ও ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ কর্তৃক ২৮০ বোতল ফেন্সিডিল ও মাদক বহনকারী ট্রাকসহ ০৩(তিন) জনকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় এবং ওসি ডিবি এর সার্বিক তত্ত্বাবধানে জয়পুরহাট জেলার ডিবি পুলিশের এসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পাঁচবিবি থানাধীন আটাপাড়া রেলগেট হতে একটি ট্রাকে মাদকদ্রব্য ফেন্সিডিলবহন করে জয়পুরহাটের দিকে আসিতেছে। উক্ত সংবাদ পেয়ে জয়পুরহাট ডিবি পুলিশ পাঁচবিবি থানার শিমুলতলী এলাকার রাস্তার পার্শে অবস্থান করেন। সন্দেহ ভাজন ট্রাকটিকে তল্লাসীর উদ্দ্যেশে থামানোর সিগনাল দিলে অমান্য করে দ্রুতগতিতে জয়পুরহাটের দিকে রওনা করে। তৎক্ষণাৎ ডিবি পুলিশ পিছু নিয়ে জয়পুরহাট থানার পুরানাপৈল ইউনিয়নের বনখুর এলাকায় ট্রাকটিকে থামাতে সক্ষ্যম হয়। তল্লাসী করে ট্রাক হইতে উক্ত মাদকদব্য উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মমিন হোসেন(২৮), পিতা-মোঃ মকবুল হোসেন, গ্রাম-পশ্চিম রামচন্দ্রপুর, পোষ্ট-বাগজানা, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট, ২। মোঃ আন্তর(২২), পিতা-মোঃ মোবারক হোসেন, গ্রাম-হরিনতাড়া, থানা ও জেলা- শেরপুর, ৩। মোঃ মোশারফ হোসেন (জাকির)(২৫), পিতা-মোঃ জাফর, গ্রাম-চরসুজি, থানা-দৌলদখান, জেলা-ভোলা।







সর্বশেষ সংবাদ
DIG Homepage