বগুড়ায় করোনা জয় করে কাজে যোগ দিলেন ১৫ পুলিশ সদস্য

বগুড়ায় করোনা জয় করে সুস্থ হয়েছেন ১৫ পুলিশ সদস্য। সোমবার বিকালে তারা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম(বার) মহোদয় পুলিশ লাইন্স মাঠে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।   করোনা বিজয়ীরা হলেন এসআই আব্দুল বারী, এসআই মোজাহার আলী, এসআই বাবুল হোসেন, এসআই ইলিয়াস কাঞ্চন, এটিএসআই সিরাজুল ইসলাম, নায়েক রফিকুল ইসলাম, কনস্টেবল আজিজুল হক, শ্রী সুজন, মিজানুর রহমান, অসীম কুমার, আল বাসির, তাহিদুল ইসলাম, অপূর্ব ইসলাম, মোসলিমা বানু এবং আনিসুর রহমান। পুলিশ কর্মকর্তারা জানান, গত মার্চে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে সাংবাদিক, সেনা সদস্যসহ বিভিন্ন পেশার মানুষের মত পুলিশ বাহিনীর সদস্যরা সরাসরি মাঠে থাকেন। তারা মানুষকে করোনাভাইরাস সচেতন, জীবাণুনাশক স্প্রে, বাড়ি লকডাউন, আক্রান্তদের হোম কোয়ারেন্টিন করাসহ বিভিন্ন কাজ করে আসছেন। ফলে একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। সিভিল সার্জনের তত্ত্বাবধানে পুলিশ লাইনস স্কুল ও কলেজে করোনা আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়। সেখানে আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হয়ে ওঠেন ১৫ জন পুলিশ সদস্য। তাদের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। সোমবার বিকালে সুস্থরা নিজ নিজ কাজে যোগ দেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage