৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

অত্র মামলা বাদী এএসআই/মো: শুকুর আলী সঙ্গীয় ফোর্সসহ ভোলাহাট থানার জিডি নং ৩৫৯, তারিখ- ১২/০৬/২০২০ খ্রি. মূলে অত্র থানা এলাকায় মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে অত্র থানাধীন বড়গাছী বাজারে অবস্থানকালে সকাল ০৭.২০ ঘটিকার সময় বিশ্বস্থ সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, অত্র থানাধীন ছোট জামবাড়ীয়া গ্রামস্থ জামবাড়ীয়া ডিগ্রী কলেজের সামনে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি কালো রংয়ের অফিস ব্যাগের মধ্যে ফেন্সিডিল নিয়ে রহনপুরের দিকে যাওয়ার জন্য অটোরিক্সা/সিএনজির জন্য দাঁড়িয়ে আছে। বাদী সংবাদের ভিত্তিকে ইং ১২/০৬/২০২০ তারিখ সকাল ০৭.৪৫ ঘটিকার সময় ছোট জামবাড়ীয়া গ্রামস্থ জামবাড়ীয়া ডিগ্রী কলেজের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পাঁকা রাস্তার উপর হাতে কালো রংয়ের অফিস ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে বাদী সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে ধৃত করেন। সাক্ষীদের উপস্থিতিতে ধৃত ব্যক্তির নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করেন। ধৃত আসামীকে আটক করার পরে বিষয়টি অফিসার ইনচার্জ সাহেবকে মোবাইল ফোনে জানালে তিনি থানা এলাকায় জরুরী ডিউটিতে নিয়োজিত অফিসার হিসেবে আমাকে আমার সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যাওয়া নির্দেশ দেন। আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে ইং ১২/০৬/২০২০ তারিখ সকাল ০৮.০৫ ঘটিকার সময় উপস্থিত হয়ে ধৃত ব্যক্তিকে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে সে তার নাম-ঠিকানা প্রকাশ করে। আমি উপস্থিত সাক্ষীদের ধৃত ব্যক্তির ডান হাতে থাকা একটি কালো রংয়ের অফিস ব্যাগটি বিধি মোতাবেক তল্লাশী করিয়া মোট ৩০ (ত্রিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার করেন। প্রতিটি কর্ক সংযুক্ত এবং প্রতিটি ফেন্সিডিল বোতলের লেভেলের গায়ে ইংরেজীতে Chlorpheniramine Maleate & Codeine Phosphate Cough Linctus “PHENSEDYL” 100ml, HIMACHAL PRADESH INDIA লেখা আছে। প্রতিটি ফেন্সিডিল বোতলের নিচের অংশে খোদাই করে ইংরেজীতে SHREE NAINA Abbott লেখা আছে। প্রতি বোতল ফেন্সিডিলের মূল্য অনুমান ১০০০/- টাকা করিয়া (৩০x১০০০)= ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আমি ইং ১২/০৬/২০২০ তারিখ সকাল ০৮.২৫ ঘটিকার সময় উদ্ধারকৃত ফেন্সিডিল ও কালো রংয়ের অফিস ব্যাগটি (যাহার গায়ে ইংরেজিতে NUOXIYA লেখা) জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং জব্দ তালিকায় স্বাক্ষীদের স্বাক্ষর গ্রহন করি এবং আমি নিজেও স্বাক্ষর করেন। বাদী ধৃত আসামী সহ থানায় হাজরি হয়ে এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ বিষয়টি আমলে নিয়ে ভোলাহাট থানার এফ আই আর নং-৪/৫৬, তারিখ- ১২ জুন, ২০২০; জি আর নং-৫৬/২০২০, তারিখ- ১২ জুন, ২০২০; ধারা- 1974 সালের Special Power Act, 25-B (1)(b) রুজু করেন। মামলাটির তদন্ত কারী অফিসার মো: আব্দুর রাজ্জাক, বিপি নং ৮৩০২০৭০৪১১, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)







সর্বশেষ সংবাদ
DIG Homepage