নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনের ০১ জন আসামী গ্রেফতার

বাদী মোঃ কামরুজ্জামান (২৯), পিতা-মোঃ আঃ খালেক মোল্লা, সাং-টিটিয়া, থানা-লালপুর, জেলা-নাটোর সঙ্গীয় ইউপি সদস্য মোঃ মতিউর রহমান @ মতি (৪৫), পিতা-মৃত আঃ রাজ্জাক মাষ্টার, মোঃ আবু বকর সিদ্দিক (২৯), পিতা-মোঃ মজের আলী, সাং-টিটিয়া, থানা-লালপুর, জেলা-নাটোর সহ থানায় হাজির হইয়া আসামী-১। শ্রী রতন শিং (১৮), পিতা-শ্রী হরিপদ শিং, সাং-টিটিয়া, থানা-লালপুর, জেলা-নাটোর এর বিরুদ্ধে টাইপকৃত এজাহার দায়ের করেন যে, ইং ২৮-০৬-২০২০ তারিখ বেলা অনুঃ ১১.০০ ঘটিকার সময় বাদী লালপুর থানাধীন টিটিয়া আবেদ মোড় বাজারস্থ জনৈক মোঃ সাজেদুর রহমান @ দুলাল (৫১), পিতা-মৃত নবীর উদ্দিন জোয়ার্দ্দার, সাং-টিটিয়া, থানা-লালপুর, জেলা-নাটোর এর চাউলের দোকানে অবস্থান করাকালীন সময়ে সামাজিক ও যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ওপেন করিয়া দেখিতে পান যে ইসলাম ধর্ম, সৃষ্টি কর্তা মহান আল্লাহতায়ালা এবং শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) সহ বিভিন্ন হাদিস সমূহের কটুক্তিমূলক লিখনি। গত ইং ২৫-০৬-২০২০ তারিখে সামাজিক ও যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ অজ্ঞাতনামা আসামী উক্ত স্ট্যাটাস পোষ্ট করে এবং গত ইং ২৭-০৬-২০২০ তারিখে  সামাজিক ও যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ আসামী শ্রী রতন শিং উক্ত স্ট্যাটাস টি শেয়ার করিয়া আসামীদ্বয় পরষ্পর যোগসাজশে ইচ্ছাকৃত ভাবে ইসলাম ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করিয়াছে। বাদীর অত্ররুপ এজাহার প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু  করেন এবং মামলাটির তদন্তভার এসআই মোঃ ইমারন হাসান এর ওপর অর্পণ করেন। পরে এসআই মোঃ ইমরান হাসান সঙ্গীয় অফিসর ফোর্স সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালোনা করে উক্ত আসামী . (8NQMP) শ্রী রতন শিং (১৮), পিতা- শ্রী হরিপদ শিং স্থায়ী : গ্রাম- টিটিয়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে গ্রেফতার করেন। যাহা লালপুর থানার মামলা নং-২৬, তারিখ-২৮/০৬/২০২০ইং, ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮; এর ২৮/৩১।







সর্বশেষ সংবাদ
DIG Homepage