মোহনপুর থানাধীন ধুরইল রিফুজিপাড়ায় ক্যাশবাক্সের তালা খুলিয়া ক্যাশবাক্স হইতে বিকাশের নগদ ৬,০০০/- টাকা চুরি করে পালানোর সময় আসামী আটক।

মোহনপুর থানাধীন ধুরইল রিফুজিপাড়া মোড়ে “মা টেলিকম কম্পিউটার” নামে বাদীর একটি টেলিকমের দোকান আছে। উক্ত দোকান ঘরে বসিয়া বিকাশের এজেন্ট হিসেবে বিকাশের টাকা আদান প্রদান করে। বাদী ২৭/০৭/২০২০ খ্রিঃ তারিখে বেলা অনুমান ০৩:০৫ ঘটিকার সময় আমি উক্ত দোকান ঘর খোলা রাখিয়া ক্যাশবাক্সে তালা লাগিয়ে চাবি ঝুলিয়ে জনৈক মোঃ রফিক পিতা- মোঃ মসলেম সাং- ধুরইল থানা- মোহনপুর জেলা- রাজশাহীর চায়ের দোকানে চা খাইতে যায়। এই সুযোগে ২৭/০৭/২০২০ খ্রিঃ তারিখে বেলা অনুমান ০৩:১৫ ঘটিকার সময় আসামী ১। মোঃ আলতাফ শেখ (৩০) পিতা- মোঃ লুৎফর শেখ, সাং- বৃ-গোপালপুর, থানা- কালুখালী, জেলা- রাজবাড়ী উক্ত দোকান ঘরের ভিতর ঢুকিয়া ক্যাশবাক্সের তালা খুলিয়া ক্যাশবাক্স হইতে বিকাশের নগদ ৬,০০০/- টাকা চুরি করে পালানোর সময় বাদীর বন্ধু মোঃ জাকির হোসেন (২২) পিতা- মোঃ খোদা বক্স সরদার সাং- ধুরইল রিফুজিপাড়া থানা- মোহনপুর জেলা- রাজশাহী বাদীর দোকানে আসিয়া দোকান ঘরের ভিতর উপরোক্ত চোরকে দেখিতে পাইয়া চোর চোর বলিয়া ডাকচিৎকার করিলে স্থানীয় সাক্ষীসহ আরো লোকজন উপরোক্ত চোরকে বাদীর দোকান হইতে চুরি করা নগদ ৬,০০০/- টাকা সহ  হাতে নাতে আটক করে। পরবর্তীতে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহম্মেদ উক্ত ঘটনা সংক্রান্তে মোহনপুর থানার মামলা নং- ২১, তারিখ-২৭/০৭/২০২০ খ্রিঃ, ধারা- ৪৬১/৩৮০/৪১১ পেনাল কোড রুজু করে। আসামীকে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage