মোহনপুরে হত্যা মামলার ০১ (এক) আসামী গ্রেফতার।

মোহনপুর থানার ধুরইল পূর্বপাড়া এলাকার মোঃ জনাব আলী (৪৫) পিতা- মৃত ছোবাহান মন্ডল এর মেয়ে জীবন নেছা @ জিবু (২৪) কে গত ০৭ বছর পূর্বে আসামী আসামী ১। মোঃ জালাল সরকার (৩৬) পিতা- মোঃ মফিজ সরকার, সাং- ধুরইল কলেজপাড়া, থানা- মোহনপুর জেলা- রাজশাহী এর সঙ্গে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ দেয়। বিবাহের পর থেকেই উক্ত আসামী যৌতুকের টাকার জন্য বাদীর মেয়েকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শারীরিক ও মানুষিক ভাবে নির্যাতন করিয়া আসিতেছিল এবং যৌতুক বাবদ নগদ ১,০০,০০০/- টাকা দাবি করিতেছিল।বাদী তার মেয়ের সুখের কথা চিন্তা করিয়া বিবাহের পর উপরোক্ত আসামীকে নগদ ৫০,০০০/- টাকা দেয়। ২৭/০৭/২০২০ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৬:০০ ঘটিকার সময় মোহনপুর থানাধীন ধুরইল কলেজপাড়া গ্রামস্থ উপরোক্ত আসামীর পূর্ব ভিটার পশ্চিম দূয়ারী মাঝখানের শয়ন ঘরের ভিতরে যাইয়া উপরোক্ত আসামী বাদীর মেয়েকে বাদীর পরিবারের নিকট হইতে যৌতুক বাবদ নগদ ৫০,০০০/- টাকা আনিয়া দিতে বলে। বাদীর মেয়ে যৌতুকের টাকা আনিয়া দিতে অপরাগতা প্রকাশ করিলে উপরোক্ত আসামী বাদীর মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। বাদীর মেয়ে আসামীকে গালিগালাজ করিতে নিষেধ করিলে আসামী জালাল সরকার উক্ত ঘরের খাটের উপরে ফেলিয়া তার হাতে থাকা গামছা দিয়ে আমার মেয়ের গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করিয়া হত্যা করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া মোহনপুর থানার মামলা নং-২০ তাং-২৭/০৭/২০২০ খ্রিঃ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ১১(ক) রুজু করা হয়।   পরবর্তীতে উক্ত রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহমেদ এর নেতৃত্বে উক্ত মামলার এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জালাল সরকার (৩৬) পিতা- মোঃ মফিজ সরকার, সাং- ধুরইল কলেজপাড়া, থানা- মোহনপুর জেলা- রাজশাহীকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage