img

জয়পুরহাট জেলা পুলিশ নারী কল্যান (পুনাক) অফিস উদ্ধোধন

অদ্য ২৭-০৭-২০২০খ্রিঃ সোমবার ১২.০০ ঘটিকায় জয়পুরহাট পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক) এর অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির(পিপিএম) এবং মিসেস নাভানা খান, পুলিশ সুপার পত্নী ও পুনাক সভানেত্রী, জয়পুরহাট। এসময় আরো উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন মিসেস জীবন নাহার নাসরিন(জেমি), সহধর্মীনি অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), মিসেস তারামুন আরা জীম, সহধর্মীনি, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), এবং মিসেস তাজমা ইসলাম তনু, সহধর্মীনি পাঁচবিবি সার্কেল জয়পুরহাট।সর্বশেষ সংবাদ
DIG Homepage