লালপুর থানার পুলিশ কর্তৃৃক একজন প্রতারক গ্রেফতার।

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার  এসআই (নিঃ) মোঃ মেসবাউল হক, এসআই (নিঃ) মোহাম্মদ ফজলুল হক, এসআই (নিঃ) হাসান তৌফিকল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে ইং ০৯-০৮-২০২০ তারিখ ১৮.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের  ভিত্তিতে জানতে পারেন যে, আসামী ১. (8XSPL) শ্রী কমল কুমার সরকার (৫০), পিতা- মৃত কানাই লাল সরকার স্থায়ী : গ্রাম- সিরাজিপুর (দক্ষিনপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ বিটিশ আমলের একটি কয়েন কে মহা মূল্যবান দ্রব্য বলিয়া জনসাধারনের বিশ্বাস সৃষ্টি করিয়া অধিক মুনাফা লাভের আশায় প্রতারণা করিয়া বিক্রয় এর উদ্যেগ গ্রহণ করিয়াছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর  এসআই মোঃ মেসবাউল হক লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার শিমুলতলাস্থ গোপালপুর পৌরসভা সাইনবোর্ডের পাশে রাস্তার উপর হইতে উপরোক্ত আসামীকে ইং ০৯-০৮-২০২০ তারিখ ১৮.৩৫ ঘটিকার সময়  ১। ০২ (দুই) টি সোনালী রংয়ের কয়েন, যাহার প্রতিটির গায়ে এক পাশে ইংরেজীতে EAST INDIA COMPANY,1839,ONE ANNA লেখা আছে এবং অপর পাশে একটি বট গাছের ছবি আছে, ২। একটি লাল রংয়ের DAYANG,80-CC মটর সাইকেল, যাহার রেজিঃ নং- নাটোর হ-১১-৭৭৪৪ সহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage