সিরাজগঞ্জ জেলার শাহজাদ থানায় মাদক উদ্ধার সংক্রান্তে সাফল্য

জনাব মোঃ শাহিদ মাহমুদ খান স্যার শাহজাদপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের ১ম দিনেই ৪৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল, মাদক বিক্রয়ের প্রায় নগদ ১০ হাজার টাকা, ০৩টি মোবাইল ফোনসহ ০৩ জন কুখ্যাত ফেন্সিডিল ব্যবসায়ী গ্রেফতার হয়। বিস্তারিত......পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামক যাত্রীবাহী বাসে আসামী ১। মোঃ শাহিন (৩২) পিতা-মৃত মোস্তফা, ২। মোঃ আল মাবুদ (৫৫) পিতা-মৃত আহম্মদ আলী, উভয় সাং-মানিক নগর খাঁপাড়া, ৩। মোঃ আলম শেখ (৩৪) পিতা-মৃত ইসমাইল শেখ, সাং-মরিচাপাড়া পূর্বপাড়া, সর্ব থানা-বেড়া, জেলা-পাবনাগণ শাহজাদপুর থানাধীন বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন সুইট ড্রীম হোটেলের সামনে পাকা রাস্তার উপর পৌছাইলে শাহজাদপুর থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহিদ মাহমুদ খান স্যার শাহজাদপুর থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ খলিলুর রহমানকে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে পাঠান। এরপর ইং ০৮/০৯/২০২০ তারিখ রাত্রী ০০.২০ ঘটিকার সময় জব্দ তালিকায় বর্নিত ০৩টি ব্যাগের মধ্যে রক্ষিত মোট (২০+২০+০৯)=৪৯ (উনপঞ্চাশ) আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল, ০৩টি বিভিন্ন মডেলের সচল মোবাইল ফোন এবং নগদ ৯,৮৭০/- (নয় হাজার আটশত সত্তর) টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। উল্লেখিত ঘটনার বিষয়ে শাহজাদপুর থানার মামলা নং-০৯, তারিখ-০৮/০৯/২০২০ খ্রিঃ, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- B এর ১ (B) রুজু করা হইয়াছে এবং আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage