জয়পুরহাটে পুলিশি সেবা মানুষের দোরগড়ায় পৌঁছে দিতে "বিট পুলিশিং" কার্যালয়ের উদ্বোধন

জয়পুরহাট জেলায় পুলিশি সেবা জনগণের একেবারে দোরগড়ায় পৌঁছনো এবং পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও গনমূখী করার লক্ষে কালাই পৌরসভার ১,২,৩নং ওয়ার্ডে, কালাই থানার ০১নং মাত্রাই ইউনিয়নে এবং ০৫নং পুনট ইউনিয়নে "বিট পুলিশিং" কার্যালয়ের উদ্বোধন করেন জনাব মোহাম্মদ সালাম কবির(পিপিএম) পুলিশ সুপার, জয়পুরহাট মহোদয়। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন "বিট পুলিশিং" কার্যালয় থেকে সহজেই সাধারণ মানুষ সেবা পাবেন। এছাড়া এলাকার মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ প্রবনতা কমাতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অন্যতম সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরো বলেন জনগণের সঙ্গে পুলিশের বিট কর্মকর্তারা সার্বক্ষণিক পুলিশি সেবা দিয়ে যাবে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage