আন্তঃজেলা মটরসাইকেল চোর চক্রের ০২ সক্রিয় চোর গ্রেফতার এবং ০৫ টি চোরাই মটরসাইকেল উদ্ধার

গত ৩১-০৮-২০২০ খ্রি. সময় আনুমানিক ১৩.০৫ হতে ১৩.৩৫ ঘটিকার মধ্যে নাটোর থানাধীন কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে হইতে মোঃ শিবলু শেখ এর ব্যবহৃত একটি নীল রংয়ের Apache RTR 150 cc মটরসাইকেল অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায় । এ সংক্রান্তে নাটোর থানার মামলা নং-০৮, তারিখ-০৩-০৯-২০২০ খ্রি., ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয় । গত ১৭-০৮-২০২০ খ্রি. সময় আনুমানিক ১৩.০০ ঘটিকা হতে ১৩.৩০ ঘটিকার মধ্যে নাটোর থানাধীন কোর্ট চত্ত্বর এলাকা মোঃ নাজমুল ইসলাম এর ব্যবহৃত একটি সাদা রংয়ের Apache RTR 150 cc মটরসাইকেল অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায় । এ সংক্রান্তে নাটোর থানার মামলা নং-৩৩, তারিখ-১২-০৯-২০২০ খ্রি., ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয় । গত ১৪-০৯-২০২০ খ্রি. সময় আনুমানিক ০৯.৪৫ ঘটিকা হতে ১৪.৩০ ঘটিকার মধ্যে নাটোর থানাধীন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান গেটের সামনের উত্তর পার্শ্ব হতে মোঃ মীর শাহিনুর রহমান এর ব্যবহৃত একটি কালো লাল রংয়ের Discover 135 cc মটরসাইকেল অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায় । এ সংক্রান্তে নাটোর থানার মামলা নং-৭৭, তারিখ-২৩-০৯-২০২০ খ্রি., ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয় । উপরোক্ত ঘটনাগুলোর প্রেক্ষিতে পুলিশ সুপার, নাটোর মহোদয় জেলার সকল থানা ও ডিবি হতে চৌকস অফিসার এবং ফোর্সদের সমন্বয়ে একটি টিম গঠন করেন । পুলিশ সুপার, নাটোর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় গঠিত টিমটি দ্রুত সময়ের মধ্যে আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকা হতে গত ২৩-০৯-২০২০ খ্রি. আন্তঃজেলা মটর সাইকেল চোর চক্রের দুই সক্রিয় চোর ১। মোঃ সুমন (২৩), পিতা-মোঃ আলম, সাং-গোটিয়ার চর, থানা- সিরাজগঞ্জ সদর, ২। মোঃ রাজু শেখ (২৪), পিতা-মোঃ হাচেন আলী শেখ, সাং-চৌদুয়ার, থানা-কামারখন্দ, উভয় জেলা-সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামীদরে হেফাজত হতে উপরোক্ত মামলা সমূহের চোরাই হওয়া ০৩ (তিন) টি মটরসাইকেল সহ আরো ০২ (দুই) টি চোরাই মটরসাইকেল সর্বমোট ০৫ (পাঁচ) টি চোরাই মটরসাইকেল উদ্ধার করে । আসামী গ্রেফতার এবং চোরাই মটরসাইকেল উদ্ধার সংক্রান্তে ইং ২৪-০৯-২০২০ খ্রি. সাংবাদিকদের মাঝে প্রেস ব্রিফিং করেন জনাব লিটন কুমার সাহা পিপিএম-বার, পুলিশ সুপার, নাটোর ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage