কাহালু মাদকদ্রব্য ১০০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ট্রাক জব্দ

এসআই মোঃ আশিকুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ কাহালু থানার সাধারণ ডায়েরী নং-২৬৫, তারিখ-০৭-১০-২০২০ ইং মোতাবেক কাহালু থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন দরগাহাট মোড়ে অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারিয়া একই তারিখ সময় ১৬.৪৫ ঘটিকায় কাহালু থানাধীন মুরইল ইউপিস্থ তুহিন ফিলিং স্টেশনের সামনে বগুড়া চারমাথা হইতে নওগাঁগামী মহাসড়কের দক্ষিণপার্শ্বে পাকা রাস্তার উপর উপস্থিত হইয়া সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগীতায় একটি পুরাতন সবজি বাহী ট্রাক, যাহার রেজি নং-ঢাকা-মেট্রো-ট-২২-৬৪৭৬ থামাইয়া ১. মোঃ নুরুজ্জামান (৩৫), পিতা- মোঃ লুৎফর রহমান, সাং- সুন্দলপুর, ২। মোঃ আরজু (২৪), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- পূর্ব জগন্নাথপুর সাহেবপাড়া, উভয় থানা- বিরামপুর, জেলা- দিনাজপুরদ্বয়কে আটক করেন এবং সাক্ষীদের উপস্থিতিতে ট্রাকটি তল্লাশী করিয়া আসামীদ্বয়ের দেখানো মতে ট্রাকের কেবিনের ভিতরে ড্রাইভারের সিটের নিচ হইতে একটি পাটের তৈরী বস্তার ভিতর রক্ষিত অবস্থায় সর্বমোট ১০০ (একশত) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল,  সর্বমোট ওজন ১০,০০০ (দশ হাজার) মি.লি এবং ট্রাকে থাকা ১৫৫ (একশত পঞ্চান্ন) টি সাদা প্লাস্টিকের বস্তা, যাহার প্রতিটি বস্তার ভিতর ৮০ (আশি) কেজি করে সর্বমোট ১২,৪০০ (বারো হাজার চারশত) কেজি কচু (সবজি) সহ বর্ণিত ট্রাকটি জব্দতালিকা মূলে জব্দ করেন এবং জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং স্বীকার করে যে, তাহারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করিয়া নিজ দখলে রাখিয়া তাহাদের থানা এলাকা সহ আশেপাশের জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক সেবীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage