img

জয়পুরহাট থানার চকবরকত পুলিশ ফাঁড়ি কর্তৃক ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট থানার মাদক বিরোধী অভিযানে চকবরকত পুলিশ ফাড়ীর এসআই (নিরস্ত্র)/ মোঃ হারুন-অর-রশিদ সঙ্গীয়  ফোর্সসহ  জয়পুরহাট থানাধীন চকবরকত ইউপির অন্তর্গত জগদিশপুর ধাওয়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ মাহাবুবুর (৩৭) এর বসত বাড়ীর খুলিয়ানে  হইতে  ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ০৯ গ্রাম, মূল্য অনুমান- ২২,৫০০/- টাকা  সহ ১.  মোঃ মাহাবুবুর (৩৭), পিতা- মোঃ ইব্রাহিম, সাং-জগদিসপুর ধাওয়া, থানা ও জয়পুরহাট -কে গ্রেফতার করেন।সর্বশেষ সংবাদ
DIG Homepage