img

জয়পুরহাট জেলার কালাই থানায় মাদকসহ ০১ জন গ্রেফতার

জয়পুরহাট জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই (নিঃ) এস,এম জুবায়ের হোসেন, সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ রহমত আলী, এএসআই (নিঃ) মোঃ কামাল, সকলেই কালাই থানা, জয়পুরহাট ও এসএসএফ কং/৫০৫ মোঃ মনিমুল হাসান, পুলিশ লাইন্স, জয়পুরহাট ইং ১৩/১০/২০২০ তারিখ সকাল ১১:২৫ ঘটিকার সময় কালাই থানাধীন হারুঞ্জা সাখিদারপাড়া গ্রামস্থ মোঃ শহিদুল ইসলাম (৪৭), পিতা- মৃতঃ মোজাহার হোসেন এর বসত বাড়ীর বাহিরের খলিয়ান হইতে আসামী ১। মোঃ শহিদুল ইসলাম (৪৭), পিতা- মৃতঃ মোজাহার হোসেন, সাং- হারুঞ্জা (সাখিদারপাড়া), থানা- কালাই, জেলা- জয়পুরহাট’কে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা, মূল্য অনুমান- ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা সহ ধৃত করেন।   সর্বশেষ সংবাদ
DIG Homepage