img

জয়পুরহাট জেলার কালাই থানায় মাদকসহ ০১ জন গ্রেফতার

জয়পুরহাট জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে এস.আই (নিঃ) মোঃ রাফি হাসান, সঙ্গীয় এস.আই (নিঃ) মহাআলম, কং/২৫২ মোঃ করিমুল ইসলাম সকলেই কালাই থানা, জয়পুরহাট ইং ১৫/১০/২০২০ তারিখ সকাল ১৮:৫৫  ঘটিকার সময় কালাই পৌরসভাধীন থুপসাড়া (মাদ্রাসা পাড়া) গ্রামস্থ জনৈক মোছাঃ আলেয়া বিবির পূর্ব দুয়ারী ঘরের পিছনে হইতে আসামী ১। মোঃ আল-আমিন (২১), পিতা- মোঃ ছাইদুল সরকার, সাং- থুপসাড়া (মাদ্রাসাপাড়া), থানা- কালাই, জেলা- জয়পুরহাট’কে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন- ১.৫ (এক দশমিক পাঁচ) গ্রাম, মূল্য অনুমান- ৩৬০০/- টাকা সহ ধৃত করেন।   সর্বশেষ সংবাদ
DIG Homepage