শাহজাদপুর থানায় দস্যুতা মামলার লুন্ঠিত মালামাল উদ্ধার সহ সর্বমোট ০৬ জন আসামী গ্রেফতার।

ইং-২৫-১২-২০২০ তারিখ শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিদ মাহমুদ খান, স্যারের নেতৃত্বে এসআই(নিঃ) এসআই কাঞ্চন কুমার, এসআই(নিঃ) মোঃ এসলাম আলী, প্রাং ও সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায়  শাহজাদপুর থানার মামলা নং-১০, তারিখ-১৩/১২/২০২০, ধারা-৩৯২ পেনাল কোড এর  তদন্তে প্রাপ্ত আসামী  মোঃ কুদ্দুস আলী  (৪০), পিতা-আঃ রশিদ, সাং-বানতিয়ার টেংরাপাড়া, শাহজাদপুর সিরাজগঞ্জকে চুরি হয়ে যাওয়া মালামাল সহ গ্রেফতার কর হয়। মামলা নং-১৭, তারিখ ২০/০৯/২০২০, ধারা-৪৪৭/৪৫৭/৩৭৯/৩৮০ পেনাল কোড এর আসামী ১। মোঃ আলিউল ইসলাম, পিতা-মাসুদ শেখ, সাং-শান্তিপুর দক্ষিনপাড়া, এ/পি (রউফ মিয়ার মাঠের কাছে সাংবাদিকের বাড়ীর ভাড়াটিয়া), সাং-দরগাপাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ ২। মোঃ  আজিদ বেপারী (৩৬), পিতা-মৃত হাতেম বেপারী, সাং-দুবলিয়া, থানা-উল্লাপাড়া, সিরাজগঞ্জ গ্রেফতার করেন। এছাড়াও আসামী ১। মোঃ জোতি শেখ (৫৫), পিতা-মৃত এতিন শেখ, ওরফে মোজাহার শেখ, সাং-ইসলামপুর রামবাড়ী, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জকে সিআর নং-৬৮১/১০ ২। মোঃ রুবেল (৩০), পিতা-রজব শেখ, সাং-শক্তিপুর পশ্চিমপাড়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জকে নারী শিশু ১৯৮/১২, ৩। মোঃ সোহেল রানা (৩৬), পিতা-মোঃ চানু প্রামানিক, সাং-গাড়াদহ বকুলতলা, শাহজাদপুর, সিরাজগঞ্জকে সিআর নং-২৬০/২০ (শাহাঃ) পরোয়ানা মূলে গ্রেফতার  পূর্বক  সর্বমোট ০৬ জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage