img

গাঁজা সহ আটক ০১, পাঁচবিবি থানা, জয়পুরহাট

ইং ২৭/১২/২০২০ তারিখ পাঁচবিবি থানার এসআই (নিঃ) মোঃ জাকারিয়া খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি পৌরসভা  অন্তর্গত ঢাকা বাসস্ট্যান্ডের এসআই বাস কাউন্টারের সামনে  হইতে ইং ২৭/১২/২০২০ তারিখ সময় ১০:২৫ ঘটিকায় ৫৫০ গ্রাম শুকনা গাঁজাসহ  ০১ জন আসামীকে আটক করেন। আটককৃত হলেনঃ-১। মোছাঃ তানজেরা খাতুন (৪০) স্বামী-মোঃ মোক্তার হোসেন ভান্টু, সাং-পিয়ারা খালি, জামতলা (পশ্চিম টেংরি), থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা।সর্বশেষ সংবাদ
DIG Homepage