লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আজিজুল হক সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইং ০৩/১/২০২১ তারিখ ১৫.৫৫ ঘটিকার সময় লালপুর থানাধীন নওসারা সুলতানপুর (চকলার চর) গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল কুদ্দুস (২৫) পিতা- মোঃ আকবর আলী এর বসত বাড়ির গোয়ার ঘর হইতে ১০০ (একশত) বোতল ফেন্সিডিল সহ আসামী ১। মোঃ আলতাফ হোসাইন (৪১), পিতা- মোঃ হায়াত মন্ডল, সাং-মাইজদিয়া (পুরাতন রেললাইন), থানা- ঈশ্বরদী, জেলা- পাবনাকে হাতে নাতে গ্রেফতার করেন।