img

জয়পুরহাট থানা পুলিশ কর্তৃক ফেন্সিডিল এবং ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

ইং ০৭/০১/২০২১ তারিখ ১৫.২৫ ঘটিকায় জয়পুরহাট থানার মাদক বিরোধী অভিযানে অফিসার ইনচার্জ জয়পুরহাট থানা জনাব এ কে এম আলমগীর জাহান এর নেতৃত্বে জয়পুরহাট থানার এসআই (নিরস্ত্র)/মোঃ গোলাম মোস্তফা-২ সঙ্গীয়  ফোর্সসহ  জয়পুরহাট থানাধীন জামালপুর ইউপির অন্তর্গত চক দাদরা উপরচক গ্রামস্থ গ্রেফতারকৃত আসামী মোঃ উজ্জল হোসেন (২২), পিতা- মোঃ জালাল উদ্দিন এর পশ্চিম দুয়ারী শয়ন ঘর হতে ৮০ বোতল ফেন্সিডিল এবং একটি মোটর সাইকেলসহ  ১. মোঃ আয়নাল হক (৩৬), পিতা- মোঃ আঃ সোবহান, সাং- রতনপুর বাজার, ২। মোঃ বাবলু মিয়া (৩৮), পিতা- মৃত মফিজ উদ্দিন, সাং- কুয়াতপুর, উভয় থানা- পাঁচবিবি, ৩। মোঃ উজ্জল হোসেন (২২), পিতা- মোঃ জালাল উদ্দিন, সাং- চক দাদরা উপরচক, থানা- জয়পুরহাট সদর, সর্ব জেলা- জয়পুরহাটদেরকে গ্রেফতার করা হয়। উল্লেখিত আসামীদের বিরুদ্ধে ০৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।   একই তারিখ ১৭.২০ ঘটিকায় এএসআই (নিরস্ত্র)/মোঃ গোলাম মর্তুজা সঙ্গীয়  ফোর্সসহ  জয়পুরহাট থানাধীন ধলাহার ইউপির অন্তর্গত বিষ্ণপুর গ্রামস্থ মন্টুর মোড় হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ ১,৪০০/- টাকা  সহ  ১. মোঃ কামাল হোসেন (৪১), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- আয়মা রসুলপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করা হয়। উল্লেখিত আসামীর বিরুদ্ধে ০৪টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।সর্বশেষ সংবাদ
DIG Homepage