img

জয়পুরহাট জেলার কালাই থানায় মাদকসহ ০১ জন গ্রেফতার

জয়পুরহাট জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই (নিঃ) এস,এম জুবায়ের হোসেন, কালাই থানা, জয়পুরহাট, এসএএফ কং/৩৯৬ মোঃ মীর আকাশ, পুলিশ লাইন্স, জয়পুরহাট ইং ১২/০১/২০২১ তারিখ ১৯:৩০ ঘটিকার সময় কালাই থানাধীন চর বাখড়া উত্তরপাড়া গ্রামস্থ মোঃ রফিকুল @ আলম, পিতা- মোঃ বেলায়েত হোসেন @ আলতাব এর পশ্চিম দুয়ারী বসত বাড়ীর শয়ন ঘরের বারান্দায় হইতে আসামী ১। মোঃ আব্দুল বারীক @ বাবু (৩০), পিতা- মোঃ রুস্তম আলী, সাং- বাখড়া উত্তরপাড়া, থানা- কালাই, জেলা- জয়পুরহাট’কে ১। একটি সাদা ছোট পলিথিনের ব্যাগের ভিতর রক্ষিত সাদা পলিথিন দ্বারা বিশেষ ভাবে মোড়ানো ২০ (বিশ) পিচ লালচে রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ওজন অনুমান- ০২ গ্রাম, মূল্য অনুমান-৪,০০০/- টাকা এবং ২। সাদা রংয়ের স্বচ্ছ পলিথিন দ্বারা বিশেষভাবে মোড়ানো অবস্থায় ০৪ টি হেরোইন এর পোটলা, যাহার প্রতিটি পোটলার ওজন- ০১ (এক) গ্রাম করিয়া সর্বমোট- ০৪ (চার) গ্রাম, মূল্য অনুমান- ২০,০০০/- (বিশ হাজার) টাকা সহ ধৃত করেন।সর্বশেষ সংবাদ
DIG Homepage