রাজশাহী রেঞ্জে ই-ট্রাফিকিং সেবা দিতে Grameen Phone ও UCash এর সাথে ত্রিপক্ষীয় Agreement Signing Ceremony অনুষ্ঠিত

আজ ১৮ জানুয়ারি, ২০২১ তারিখ সোমবার ১২:০০ টায় রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে রাজশাহী রেঞ্জাধীন ৮টি জেলায় ই-ট্রাফিক প্রসিকিউশন প্রসেস চালু করতে Grameen Phone ও UCash এর সাথে ত্রিপক্ষীয় Agreement Signing Ceremony অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত অভিভাবক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ। উল্লেখ্য, এসময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ, কমান্ড্যান্ট (এসপি), আরআরএফ, রাজশাহীসহ রাজশাহী রেঞ্জের বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব সাইদুল হক খন্দকার, Managing Director, UCB Fintach Company Ltd. ও জনাব নুরুল ফেরদৌস মুসান্না, Deputy Director (Head of Govt. Vertical), Grameen Phone সহ UCBL এবং Grameen Phone এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage