img

জয়পুরহাট জেলার কালাই থানায় মাদকসহ ০১ জন গ্রেফতার

জয়পুরহাট জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান, সঙ্গীয় ড্রাইঃ কং/১৬৪ মোঃ রুস্তম আলী, উভয় কালাই থানা, জয়পুরহাট, এসএএফ কং/৩৬২ মোঃ আখতারুল ইসলাম, এসএএফ কং/৩৯৬ মোঃ মীর আকাশ, উভয় পুলিশ লাইন্স, জয়পুরহাট ইং ২৪/০১/২০২১ তারিখ ১৮:৪৫ ঘটিকার সময় কালাই থানাধীন জয়পুরহাট টু বগুড়াগামী মহাসড়কের পুনট সরদারপাড়া ব্রীজের উপর হইতে আসামী ১। মোঃ সেবু আকন্দ (৩২), পিতা- মোঃ লছির @ নছির আকন্দ, সাং- মোলামগাড়ীহাট, থানা- কালাই, জেলা- জয়পুরহাট’কে ১০ (দশ) পিচ  লালচে রংয়রে ইয়াবা ট্যাবলটে, ওজন- ০১ (এক) গ্রাম, মূল্য অনুমান-২৫০০/- টাকা সহ ধৃত করেন।  সর্বশেষ সংবাদ
DIG Homepage