৩০০ পিচ ইয়াবা ট্যাবেলেট উদ্ধার এবং একই দিনে আরও ৮২ পিচ ইয়াবা ট্যাবেলেট উদ্ধার করেন এই সংক্রান্তে পাবনা সদর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার পাবনা মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে গত ০৮/০৩/২০২১ তারিখে জেলা গোয়েন্দা শাখা পাবনার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করিয়া পাবনা সদর থানাধীন রাধানগর এলাকায় আসামী ১। মোঃ মেহেদী হাসান সজীব (১৮), পিতা-মোঃ শহিদুল্লাহ চাদ, ২। মোঃ সাব্বির হাসান (১৮), পিতা-মোঃ মোসারফ হোসেন, উভয় সাং-ধর্মগ্রাম পুস্পপাড়া, থানা-আতাইকুলা, জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার করিয়া তাহাদের হেফাজত হইতে সর্বমোট ৩০০(তিনশত) পিচ ইয়াবা ট্যাবেলেট উদ্ধার করেন। এই সংক্রান্তে পাবনা সদর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন। পুলিশ সুপার পাবনা মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে গত ০৮/০৩/২০২১ তারিখে জেলা গোয়েন্দা শাখা পাবনার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করিয়া পাবনা সদর থানাধীন টিকরী এলাকায় আসামী ১। মোঃ শাহাদৎ হোসেন (২৫), পিতা-মোঃ মাহাতাব মন্ডল, ২। মোঃ সাকিব ইসলাম @ সোহান (১৯), পিতা-সোহেল মোল্লা, উভয় সাং-টিকরী, থানা-পাবনা সদর, জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার করিয়া তাহাদের হেফাজত হইতে সর্বমোট ৮২ (বিরাসী) পিচ ইয়াবা ট্যাবেলেট উদ্ধার করেন। এই সংক্রান্তে পাবনা সদর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage