img

জয়পুরহাট জেলার কালাই থানায় মাদকসহ ০৩ জন গ্রেফতার

জয়পুরহাট জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই (নিঃ) এসএম জুবায়ের হেসেন, সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ বুলবুল আহম্মেদ, এএসআই (নিঃ) মোঃ রতন আলী, কং/৪৯৯ মোঃ মেহেদী হাসান, সকলেই কালাই থানা, জয়পুরহাট ইং ২8/০৩/২০২১ তারিখ ২৩:২৫ ঘটিকার সময় মোঃ সাইদুল ইসলাম, পিতা- মোঃ সিরাজুল ইসলাম ফকির, সাং- বাখরা ফকির পাড়া, থানা- কালাই, জেলা- জয়পুরহাট এর ইউক্লিপটাস বাগানের উত্তর পশ্চিম কোণে হইতে আসামী ১। মোঃ আহসান কবির (৩১), পিতা- মোঃ আঃ করিম, সাং- বাখরা (উত্তরপাড়া), ২। মোঃ মেহেদুল ইসলাম (৩২), পিতা- মোঃ নুরুল ফকির, ৩। মোঃ এরশাদ আলী (৩০), পিতা- মোঃ খোরশেদ ফকির, উভয় সাং- বাখরা (দক্ষিণপাড়া), সর্বথানা- কালাই, জেলা- জয়পুরহাট’গণের হেফাজত হইতে (ক) সাদা পলিথিন দ্বারা বিশেষ ভাবে মোড়ানো ৩৭ (সাইত্রিশ) পিচ লালচে রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ওজন অনুমান- ৩.৭ গ্রাম, মূল্য অনুমান-৭,৪০০/- (সাত হাজার চারশত) টাকা, (খ) ছোট সাদা পলিথিন দ্বারা বিশেষ ভাবে মোড়ানো ০৩ (তিন) পোটলা হেরোইন, যাহার ওজন- ০৩ গ্রাম, মূল্য অনুমান- ১২,০০০/- (বার হাজার) টাকা সহ ধৃত করেন।সর্বশেষ সংবাদ
DIG Homepage