img

জয়পুরহাট জেলার কালাই থানায় মাদকসহ ০১ জন গ্রেফতার

জয়পুরহাট জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই (নিঃ) দেওয়ান মোঃ এনামুল হক, সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ রতন আলী, কং/৫২৮ মোঃ মাহে আলম মুন্না, সকলেই কালাই থানা, জয়পুরহাট ইং ০৪/০৪/২০২১ তারিখ ২২:১৫ ঘটিকার সময় কালাই থানাধীন শিবসমুদ্র গ্রামস্থ আসামী মোঃ বেলাল হোসেন এর বসত বাড়ীর অঙ্গীনা হইতে আসামী ১। মোঃ বেলাল হোসেন (৪৭), পিতা- মৃতঃ কেরামত আলী, সাং- শিবসমুদ্র, থানা- কালাই, জেলা- জয়পুরহাটকে ২৫ (পঁচিশ) গ্রাম শুকনা গাঁজা, মূল্য অনুমান-১,০০০/- (এক হাজার) টাকা সহ ধৃত করেন।সর্বশেষ সংবাদ
DIG Homepage