৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ০২ জন মামলা নং ২৬ তাং ২২/৪/২১ ধারা speacal power act 25-b (2)রুজু করা হয়েছে।

তারিখঃ গত ২১/০৪/২০২১ খ্রিঃ। ১. ইউনিটের নামঃ আমিনপুর থানা, পাবনা। ২. বিষয়ঃ ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার ৩. ঘটনার তারিখ ও সময়ঃ ইং ২১/০৪/২০২১ খ্রিঃ তারিখ রাত্রী ১০.৩০ ঘটিকা । ৪. ঘটনার স্থানঃ আমিনপুর থানধীন কাজিরহাট উপর বাজার, ফেরি টোল প্লাজার সামনে পাকা রাস্তায়। ৫. ঘটনার সংক্ষিপ্ত বিবরনঃ আমিনপুর থানধীন কাজিরহাট উপর বাজার এলাকায় এসআই মাহমুদুর রহমান, এএসআই মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ ইং ২১/৪/২১ রাত্রী ১০.৩০ ঘটিকার সময় ঢাকাগামী একটি প্রাইভেট কার কে থামানোর চেস্টা করলে গাড়ীটি দ্রুত গতিতে চলে যেতে চাইলে গাড়ীটি আটক করা হয় এবং তল্লাশি করে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে, গাড়ীর পিছন ডালার ভিতর থেকে ০৩ বস্তা প্রতি বস্তায় ১৩০ বোতল করে সর্বমোট ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আসামি ০১) মোঃ ওয়াসিম আকরাম (২৪) পিতা মোঃ মহসিন, গ্রাম: বাহির মাদি, থানা: দৌলতপুর, জেলা: কুস্টিয়া। ০২) মোঃ ওমর ফারুক মোল্লা @ সবুজ (২৫) পিতা মৃত কবির মোল্লা, গ্রাম: পৃর্ব মীলমান্দি, থানা+জেলা: মুন্সিগন্জ, গ্রেফতার করা হয় । ৭। উদ্ধারঃ ৩৯০ বোতল ফেন্সিডিল। ৮. গ্রেফতারঃ ০২ জন। ৯. আইনগত ব্যবস্থাঃ উক্ত বিষয়ে আমিনপুর থানার মামলা নং ২৬ তাং ২২/৪/২১ ধারা speacal power act 25-b (2)রুজু করা হয়েছে। মোঃ রওশন আলী অফিসার ইনচার্জ আমিনপুর থানা, পাবনা।







সর্বশেষ সংবাদ
DIG Homepage