নকল পন্য ও অবৈধ ঔষধ, জুস কারখানার বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান চলবে।

গত ২২ এপ্রিল দুপুর ৩.০০ ঘটিকায় পাবনা জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে সদর থানার দ্বীপচরে ইনট্রাফুড এ এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অনুমোদনবিহীন স্যালাইন, নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য তৈরীর প্রমান পেয়ে নিবাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় ঘটনাস্থলে কারখানা মালিক মো: আজাদ খান (৫৬) পিতা- মৃত আব্দুস সোবহান খান, সাং- বলরামপুর, থানা ও জেলা- পাবনা কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরুপ এসকল নকল পন্য ও অবৈধ ঔষধ, জুস কারখানার বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান চলবে। এ বিষয়ে পাবনার সচেতন মহল ও ব্যবসায়ীবৃন্দের সহযোগিতা কাম্য।







সর্বশেষ সংবাদ
DIG Homepage