img

সূজানগর ও আতাইকুলা থানায় নতুন অফিসার ইনচার্জ পদায়ন।

সূজানগর ও আতাইকুলা থানায় নতুন অফিসার ইনচার্জ পদায়ন। পুলিশ সুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম কর্তৃক স্বাক্ষরিত এক আদেশে পাবনা জেলার সূজানগর থানায় জনাব মোঃ মিজানুর রহমান ও আতাইকুলা থানায় জনাব জালালউদ্দীন কে অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। উক্ত কর্মকর্তা দ্বয় আজ সংশ্লিষ্ট থানার দায়িত্বভার গ্রহন করেছেন। আতাইকুলা ও সুজানগরের চিহ্নিত মাদক ব্যবসায়ী , অবৈধ বালু উত্তোলনকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর জন্য তাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। যে মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে চলে গেছে তারা এলাকায় আসলে পুলিশ সুপার ও থানাকে অবহিত করুন।সর্বশেষ সংবাদ
DIG Homepage