বসত ঘরে চুরি প্রসঙ্গে।

তারিখঃ ০৭/০৫/২০২১ খ্রিঃ। ১। ইউনিটের নামঃ আতাইকুলা থানা, পাবনা। ২। বিষয়ঃ বসত ঘরে চুরি প্রসঙ্গে। ৩। ঘটনার তারিখ ও সময়ঃ ০৭/০৫/২০১ খ্রিঃ রাত্রী অনুমান ০২:০০ ঘটিকা। ৪। ঘটনার স্থানঃ দুবলিয়া পশ্চিমপাড়া গ্রামস্থ্য মোঃ মহাসিন খান (৩৮), পিতা- মোঃ আবেদ আলী খান, সাং দুবলিয়া পশ্চিম পাড়া, থানা- আতাইকুলা, জেলা- পাবনা এর বাড়িতে তার ছেলে মোঃ সাঈদ (১০) এর শয়ন কক্ষ। ৫। ঘটনার সংক্ষিপ্তÍ বিবরণঃ বাদী মোঃ মহাসিন খান (৩৮), পিতা- মোঃ আবেদ আলী খান, সাং দুবলিয়া পশ্চিম পাড়া, থানা- আতাইকুলা, জেলা- পাবনা জানান যে, ইং ০৬/০৫/২০২১ তারিখ রাত্রি অনুমান ১০:৩০ ঘটিকার সময় বাদীর পরিবারবর্গ লইয়া রাত্রের খাবার খেয়ে প্রতিদিনের মত ঘুমাইয়া পড়ে। ইং ০৭/০৫/২০২১ তারিখ রাত্রি অনুমান ০২:০০ ঘটিকার সময় আসামী ১। মোঃ নিতু মোল্লা @ মমিনুল @ মমিন (২৯), পিতা- মৃত কায়সার মোল্লা, সাং মালিফা, থানা- সুজানগর, জেলা- পাবনা, বর্তমান ঠিকানা- সাং সাধুপাড়া, থানা- পাবনা সদর, জেলা- পাবনা বাদীর বাড়ীর পিছনে থাকা প্যাংগের গাছ বেয়ে বাড়ীর ছাদে ওঠিয়া সিড়ি বেয়ে বাদীর ছেলে মোঃ সাঈদ (১০) এর শয়ন কক্ষে প্রবেশ করে তার ব্যবহৃত হিরো লাল রংয়ের ছোট বাইসাইকেল মূল্য ৬,৩০০/- (ছয় হাজার তিনশত) টাকা নিয়ে বাদীর বাড়ীর উত্তর পাশের্^র গেইটে ছিটকানি খুলে বাহির করিয়া নিয়া যাওয়ার সময় বাদীর ছেলে টের পাইয়া ডাক-চিৎকার করিতে থাকে। ছেলের ডাক-চিৎকারে বাদী তার ঘর হইতে বাহির হইয়া ছেলের নিকট শুনিয়া বাইসাইকেল উদ্ধার জন্য স্থানীয় লোকজনসহ চোরের পিছনে তাড়া করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাদী সংবাদ পান যে, পাবনা সদর থানাধীন ভাড়ারা ইউনিয়নের কোলাদী ইন্দ্রারা মোড় নামকস্থানে এলাকার লোকজন বাইসাইকেলসহ একজন চোরকে আটক করিয়া রাখিয়াছে। সংবাদ পাইয়া বাদী এলাকার লোকজনসহ উক্তস্থানে গিয়ে দেখতে পান যে, ঐ এলাকার জনগন আসামী মোঃ নিতু মোল্লা @ মমিনুল @ মমিনকে বাদীর ছেলের বাইসাইকেল সহ আটক করতঃ উক্ত আসামীকে মারপিট করিয়া দুই পায়ের হাটুর নিচে কাটা এবং রক্তাক্ত ছিলা ফোলা জখম করে। বাদী সাক্ষীগণ সহ বাইসাইকেল নিয়ে ইং ০৭/০৫/২০২১ খ্রিঃ তারিখ রাত্রি অনুমান ০৩:০০ ঘটিকার সময় দুবলিয়া স্থায়ী পুলিশ ক্যাম্প, আতাইকুলা থানা, পাবনায় হাজির হইলে পুলিশের পরামর্শে এবং পুলিশের সহায়তায় আসামীকে চিকিৎসার জন্য সুজানগর হাসপাতালে নিয়া যায়। কর্তব্যরত ডাক্তার তাহাকে সু- চিকিৎসা প্রদান করে। আসামী সাক্ষীদের সামনে আরো স্বীকার করে যে, সে গত ইং ০৬/০৪/২০২১ তারিখ রাত্রি অনুমান ০১:৩০ ঘটিকা হইতে রাতের যেকোন সময় বাদীর ভাতিজা মোঃ জাকির মৃধা (৩০), পিতা- মৃত জোফের মৃধা, সাং দুবলিয়া পশ্চিমপাড়া, থানা- আতাইকুলা, জেলা- পাবনা এর শয়ন (নতুন ঘর) ঘরে প্রবেশ করিয়া শোকেসের ড্রয়ার ভাঙ্গিয়া ড্রয়ারে থাকা ০১ জোড়া স্বর্ণের রুলিবালা ওজন ০৭ আনা মূল্য ৩০,৬২৫/- (ত্রিশ হাজার ছয়শত পঁচিশ) টাকা, ০১টি স্বর্ণের আংটি ওজন ০৩ আনা মূল্য ১৩,১২৫/- (তের হাজার একশত পঁচিশ) টাকা, ০১ জোড়া স্বর্নের কানের দুল (সুই সুতা) ওজন ০৩ আনা মূল্য ১৩,১২৫/- টাকা চুরি করিয়া নিয়ে গিয়ে পাবনা সদর থানাধীন রুপকথা সিনেমা হলের ভিতর কনফেকশনারীর মালিক অপর পলাতক আসামী মোঃ আলম এর নিকট উপরোক্ত বর্ণনার স্বর্ণালংকার পরবর্তী বিক্রয়ের জন্য রেখে দেয়। একই রাত্রে বাদীর চাচা মোঃ হেলাল খান, পিতা- মোঃ মোসলেম উদ্দিন, সাং দুবলিয়া পশ্চিম পাড়া, থানা- আতাইকুলা, জেলা- পাবনা এর শয়ন ঘর হইতে ১টি লাল রংয়ের হিরো ছোট বাইসাইকেল মূল্য ৬,৩০০/- (ছয় হাজার তিনশত) টাকা চুরি করিয়া পাবনা সদর থানাধীন হাজীর হাটে বিক্রয় করে। ৬। গ্রেফতারঃ ১। মোঃ নিতু মোল্লা @ মমিনুল @ মমিন (২৯), পিতা- মৃত কায়সার মোল্লা, সাং মালিফা, থানা- সুজানগর, জেলা- পাবনা, বর্তমান ঠিকানা- সাং সাধুপাড়া, থানা- পাবনা সদর, জেলা- পাবনা। ৭। আইনগত ব্যবস্থাঃ আতাইকুলা থানার মামলা নং-০৫, তাং-০৭/০৫/২০২১ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড ১৮৬০; রুজু করা হয়েছে। মামলার তদন্তভার দুবলিয়া স্থায়ী পুলিশ ক্যাম্পের আইসি এসআই(নিঃ) মোঃ শফিউল আলম এর উপর অর্পন করা হয়েছে। ৮। উদ্ধারঃ ধৃত আসামীর হেফাজত হইতে ১টি লাল রংয়ের হিরো ছোট বাইসাইকেল মূল্য ৬,৩০০/- (ছয় হাজার তিনশত) টাকা এবং ধৃত আসামীর দেওয়া তথ্য মতে পলাতক আসামী মোঃ আলম (৪৮) পিতা-মৃত আফছার হোসেন সাং-যুগিপাড়া মাঠপাড়া, থানা-পাবনা সদর, পাবনা এর বসত বাড়ির পূর্ব দুয়ারী শয়ন ঘরের ভিতর হইতে ষ্টীলের বড় বাক্সের ভিতর হইতে চুরি যাওয়া ০১ জোড়া স্বর্ণের রুলিবালা ওজন ০৭ আনা মূল্য ৩০,৬২৫/- (ত্রিশ হাজার ছয়শত পঁচিশ) টাকা, ০১টি স্বর্ণের আংটি ওজন ০৩ আনা মূল্য ১৩,১২৫/- (তের হাজার একশত পঁচিশ) টাকা তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ শফিউল আলম উদ্ধার পূর্বক জব্দ কর







সর্বশেষ সংবাদ
DIG Homepage