হেলমেটবিহীন ও অল্প বয়স্ক ছেলেদের দ্রুতগতিতে মটর সাইকেল চালানো প্রতিরোধে জেলা পুলিশের চেকপোস্টসমূহ কার্যকর।

প্রিয় পাবনাবাসী আপনাদের ঈদ হোক আনন্দময় ও নিরাপদ। ঈদের দিন হেলমেটবিহীন ও অল্প বয়স্ক ছেলেদের দ্রুতগতিতে মটর সাইকেল চালানো প্রতিরোধে জেলা পুলিশের চেকপোস্টসমূহ কার্যকর থাকবে। এ বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে থাকবে মর্মে সকলকে সতর্ক করা হল। এরই ধারারাহিকতায় পুলিশ সুপার পাবনা র নির্দেশে পাবনা জেলায় আজ হেলমেটবিহীন ও রেজিস্ট্রেশন বিহীন মটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।যার ফলাফল নিম্নরুপ বেড়া থানায় চেক পোষ্ট করে ৯ টি মোটরসাইকেল আটক,১০ টি মামলায় জরিমানা ৬১০০০ টাকা জরিমানা করা হয়েছে। চাটমোহর থানা পুলিশ কর্তৃক ও সার্জেন্ট আবু হাসান এর সহযোগিতায় মোটর সাইকেল চেকিং করা কালীন সময়ে ২৫ টি মামলা দায়ের ও ১০ টি মোটর সাইকেল আটক করা হয়। মোট জরিমানার পরিমাণ ১,৩০,০০০/= (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা। আতাইকুলা থানা পুলিশ কর্তৃক ও সার্জেন্ট রতন আহাম্মেদ এর সহযোগীতায় মোটরসাইকেল চেকিং করা কালীন সময়ে ০৯ টি মামলা দায়ের ও ,০৮টি মোটরসাইকেল আটক করা হয়। মোট জরিমানার পরিমাণ ২৭০০০(সাতাশ হাজার) টাকা। সুজানগর থানার অফিসার ফোর্স এবং সার্জেন্ট মাসকুরুল এর প্রচেষ্টায় ২২ টি মটরসাইকেলের মামলা ও আটক করা হয়। ফরিদপুর থানা কর্তৃক মোটরসাইকেল চেকিং অভিযানের ফলাফলঃ মামলা-- ২৬ টি আটককৃত মোটরসাইকেল-২৩ টি জরিমানা--৳ ১,৩১,০০০/- হেলমেট পরুন। নিরাপদে থাকুন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage