পাবনা সদর ফাড়ি কর্তৃক হারিয়ে যাওয়া মানসিক প্রতিবন্ধী ব্যক্তি উদ্ধার।

পাবনা সদর ফাড়ি কর্তৃক হারিয়ে যাওয়া মানসিক প্রতিবন্ধী ব্যক্তি উদ্ধার গত ইং ২৫/০৫/২০২১ তারিখ সন্ধ্যা অনুঃ ০৭ঃ০০ ঘটিকার সময় মৌলভীবাজার, সিলেট হইতে আগত মানসিক প্রতিবন্ধী মোঃ ইকবাল হোসেন ( ৩৬) পিং -মৃত আঃ সাত্তার, সাং - হোসেনপুর, থানা- কুলাউড়া, জেলা - মৌলভীবাজার মানসিক চিকিৎসার জন্য পাবনায় এসে পাবনা শহরের প্যারাডাইস মোড় হইতে নিখোঁজ হলে তার সঙ্গে আসা খালু মোঃ আমিনুল ইসলাম( ৪৫)পিং- মোঃ মানিক আহমেদ, সাং মুনসুর, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার এবং খালাতো ভাই মোঃ ইমরান আহমেদ ( ৩৪) পিং- মৃত লিয়াকত আলী, সাং টিটিসি এরিয়া, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার দ্বয় অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে একই রাত্রি অনুমান ১১ঃ১৫ ঘটিকার সময় পাবনা থানা, পাবনায় এসে আবেদন করলে যথাযথভাবে জনাব রওশন ইয়াজদানি, পুলিশ পরিদর্শক( তদন্ত), পাবনা থানা, পাবনা নেতৃত্বে জনাব মোঃ আবুল কালাম, পুলিশ পরিদর্শক, ইনচার্জ, সদর পুলিশ ফাঁড়ি, পাবনাসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় পাবনা শহরের সরকারি মহিলা কলেজ রোড হইতে নিখোঁজ উক্ত মানসিক প্রতিবন্ধীকে উদ্ধার করে তার সঙ্গে থাকা খালু ও খালাতো ভাইয়ের নিকট বুঝিয়ে দেওয়া হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage