ইং-১৯/০৬/২০২১ তারিখ শাহজাদপুর থানার এসআই (নিঃ)/ পিযুষ সাহা সঙ্গীয় অফিসার, ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া শাহজাদপুর থানাধীন সাতবাড়ীয়া বাজারস্থ আব্দুর রউফ এর চায়ের দোকানের ভিতর থেকে টাকা ও তাস দিয়া জুয়া খেলার অপরাধে ২,১১০/-টাকা, জুয়া খেলার তাস ০২ বান্ডিল ও ০১টি প্লাস্টিকের চটের বস্তা উদ্ধার পুর্ব্ক ২ (দুই) জন আসামীকে গ্রেফতার করিয়া শাহজাদপুর থানার মামলা নং- ২৯, তাং-১৯/০৬/২১ ধারা- ৩/৪ ১৮৬৭ সালের জুয়া আইন সংক্রান্তে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।