রায়গঞ্জ থানা পুলিশ কর্তৃক ডাকাতির প্রস্তুত্তি মামলার ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

মাননীয় পুলিশ সুপার জনাব হাসিবুল আলম (বিপিএম), সিরাজগঞ্জ মহোদয় স্যারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম ও ইন-চার্জ হাটপাঙ্গাসী পুলিশ ফাঁড়ি জনাব মোঃ সাজ্জাদুর রহমান দ্বয়ের নেতৃত্বে এসআই(নিঃ)মোঃ আবু আহসান রাসেল, সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ হুসাইন আলী, এএসআই (নিঃ) মোঃ রায়হান ফেরদৌস ও ফোর্সের সহায়তায় ডাকাতির প্রস্তুত্তিকালে ডাকাত দলের সদস্য ১।মোঃ ইমরান হোসেন ওরফে দয়াল (২৬), পিতা- মৃত মজিবর রহমান, সাং- হরিনা গোপাল (হরিনা বাগবাটি), থানা- সিরাজগঞ্জ সদর, জেলা -সিরাজগঞ্জ, ২।মোঃ আতাউর রহমান খান (৩০), পিতা- মোঃ আলতাব হোসেন খান ,সাং-সরাইহাজিপুর (পশ্চিমপাড়া), থানা- রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ, ৩।মোঃ হাফিজুর রহমান (৪২), পিতা- মৃত পলান ‍উদ্দিন শেখ, সাং- সরাইদহ, থানা- রায়গঞ্জ, জেলা –সিরাজগঞ্জ সহ দেশীয় অস্ত্র উদ্ধার পূর্বক গ্রেফতার করিয়া অদ্য ইং ২২/০৬/২০২১ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage