টিম কাজিপুর থানা, সিরাজগঞ্জ অভিযান পরিচালনা করিয়া জিআর ২০৩/০৯ এর ০৩ (তিন) বছরের সাজা প্রাপ্ত পরোয়ানা ভুক্ত আসামী মোঃ সাইফুল ইসলাম ওরফে সাইফুল মেম্বার, পিত- মৃত আফজাল হোসেন, সাং- রৌহাবাড়ী (তেতুয়া হাটা পাঁচগাছী সংলগ্ন) থানা - কাজিপুর, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ।