বগুড়া সদর থানায় হরিরামপুর দুঃস্থ মহিলা বহুমুখী সংস্থা (HDMBS) নামে এজিওতে ভূয়া চাকুরীর নিয়োগ দেওয়ায় ০৫(পাঁচ) জন আটক।

গত ২২/০৮/২০১৯তারিখে  দৈনিক করতোয়া পত্রিকায় প্রকাশিত  করার  পর  উক্ত কোম্পানীতে চাকুরী পাওয়ার জন্য  বাদী তাহার সঙ্গীয় প্রার্থী মোঃ রবিউল ইসলাম, নয়ন ইসলাম,  মোঃ নাজমুল হুদা সাজু, মোঃ ওমর ফারুক,গন সহ  অনুমান ১০০০জন প্রার্থী চাকুরীর জন্য দরখাস্ত করে।   ইং-০৪/১০/২০১৯ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময়  নুনগোলা ইউনিয়ন পরিষদের সামনে  জনৈক মোঃ আব্দুল গফুর দুলু (৬০) পিতা মৃত জয়মুতুল্লাহ সাকিদার সাং- শশীবদনী দক্ষিণপাড়া, থানা ও জেলা-বগুড়া এর বাড়ীর ২য় তলা ২দিনের জন্য ধৃত আসামীরা ভাড়া নিয়া বাড়ীর গেটে হরিরামপুর দুঃস্থ মহিলা বহুমুখী  সংস্থা (HDMBS) নামে একটি কাপড়ের ব্যানার টাঙ্গাইয়া আসামীরা অনুমান ২৫০/৩০০জন  প্রার্থীদের মোবাইল ফোনের  মাধ্যমে ডাকিয়া আনিয়া সাক্ষাৎকার গ্রহন করিতেছিল। উক্ত সময় আসামীরা বাদীর নিকট হইতে ৫০০০/-টাকা এবং অন্যান্য প্রার্থীদের নিকট হইতে ২০০০/-টাকা করিয়া ও কাহারো নিকট হইতে ১০০০/-টাকা করিয়া গ্রহনপুর্বক সাক্ষাৎকার গ্রহন করা অবস্থায়  বাদীর সন্দেহ হইলে বাদী  চাকুরী হওয়ার প্রমাণপত্র হিসাবে উক্ত কোম্পানীর নিয়োগপত্র চাহিলে তাহারা বিভিন্ন তালবাহানা মূলক কথাবার্তা বলিতে থাকে ।  একপর্যায়ে বাদী সহ উল্লেখিত সাক্ষীদের সন্দেহ হইলে অন্যান্য প্রার্থীরা  হৈ চৈ করিতে থাকে।  বাদী জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে  মামলার বাদী সহ সঙ্গীয় ফোর্স আসিয়া আসামীদেরকে  আটক করে এবং ঘটনাস্থলে হইতে ৮০জন প্রার্থীর জীবন বৃত্তান্ত সহ  একটি রেজিষ্টার খাতা, একটি কাপড়ের ব্যানার, একটি এইচপি এলিট নোট বুক ও একটি নিয়োগ বিজ্ঞপ্তির ফটোকপি জব্দ করি ।  উল্লেখিত আসামীগন সহ আরো অজ্ঞাতনামা ৭/৮জন  আসামী একই উদ্দেশ্যে হরিরামপুর দুঃস্থ মহিলা বহুমুখী সংস্থা (HDMBS) এর নামে ঘটনাস্থলকে অফিস দেখাইয়া এবং বিজ্ঞাপনে ভূয়া ভাবে প্রকল্প পরিচালক এর কার্যালয়, মমতাজ শপিং সেন্টার (তাজের মোড়) পার নওগাঁ, থানা ও জেলা-নওগাঁ  দেখাইয়া আসামীগন  বাদী সহ  অন্যান্য  চাকুরী প্রত্যাশী প্রার্থীদের নিকট হইতে প্রতারণার মূলক ভাবে টাকা হাতিয়ে নিয়া বিশ্বাসভঙ্গ পূর্বক আত্মসাৎ করিয়াছে । এই সংক্রান্তে বগুড়া সদর থানায় মামলা নং-১৩ তারিখ- ৪ অক্টোবর ২০১৯; জি আর নং-১০৬২/২০১৯ ধারা- ৪০৬/৪২০/৩৪ পেনাল কোড রুজ হইয়াছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage