ইং-০৮/০৭/২০২১ তারিখ শাহজাদপুর থানার পুলিশ টিম মাদকদ্রব্য গাঁজা সহ মাদকদ্রব্য ব্যবসায়ী ০২ জন গ্রেফতার

ইং-০৮/০৭/২০২১ তারিখ শাহজাদপুর থানার এসআই (নিঃ)/ মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া শাহ্জাদপুর থানাধীন পৌরসভা এলাকার দ্বারিয়াপুর খাঁ পাড়াস্থ জনৈক আব্দুস সামাদ এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য গাঁজা ব্যবসায়ী ১। মোঃ এনামুল হক (২৮), পিতা- মোঃ হাফিজার রহমান বর্তমান ঠিকানা-শ্বশুর মোঃ জিলহজ্ব বেপারী, পিতা-মৃত নুরা বেপারী, সাং-দ্বারিয়াপুর বুনাপাড়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ সাস্থী সাং- চুন্ডিহারা, পোষ্ট-মোকামতলা , থানা- শিবগঞ্জ, জেলা -বগুড়া, ২। মোঃ মমিন বেপারী (৫৫), পিতা- মৃত শাহাদত হোসেন স্থায়ী : গ্রাম- দারিয়াপুর (বুনা পাড়া ) , থানা- শাহজাদপুর, জেলা -সিরাজগঞ্জদ্বয়কে ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার পূর্বক তাহাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage