মোহনপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ ০১ জন আসামী গ্রেফতার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এসআই/মোঃ আলহাজ উদ্দিন ও তার সঙ্গীয় অফিসার ও ফোর্স গত ১৩/০৭/২০২১ খ্রিঃ তারিখে ২৩:১০ ঘটিকায় মোহনপুর থানাধীন বাটুপাড়া পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক মোঃ শাফিকুল ইসলাম (৪০), পিতা- মোঃ নীল চান এর বসত বাড়ীর পূর্ব ভিটার পশ্চিম দুয়ারী শয়ন ঘরের মধ্যে হইতে গাঁজাসহ আসামী ১। মোঃ বাচ্চু মন্ডল (৩৫), পিতা- মোঃ তাছের উদ্দিন , সাং- , গ্রাম- বাটুপাড়া (মির্জাপুর), থানা- মোহনপুর, জেলা- রাজশাহীকে  গ্রেফতার করেন। মামলার বাদী তখন সাক্ষীদের উপস্থিতিতে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে গ্রেফতারকৃত আসামী বাচ্চুর দেহ তল্লাশীকালে তাহার বাম হাতে থাকা ০১টি প্লাস্টিকের সাদা রংয়ের বাজার করা ব্যাগের মধ্যে রক্ষিত নীল পলিথিনে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। বাদী তখন ইলেক্ট্রিক্যাল ওজন মাপক যন্ত্র দ্বারা গাঁজাগুলো পরিমাপ করিলে গাঁজাগুলো পলিথিসহ ওজন হয় ৩০০ (তিনশত) গ্রাম, যাহার অনুমান মূল্য ১২,০০০/- (বার হাজার) টাকা। পরবর্তীতে মোহনপুর থানার মামলা নং-০৭ তাং-১৪/০৭/২০২১ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage