ব্যবসায়ী সুমন হত্যার প্রধান আসামী টিটু সহ ০৩(তিন) জনকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশ।

প্রেস রিলিজ—— পাবনা সদর এলাকার দক্ষিন রামচন্দ্রপুরে নৃশংসভাবে খুন হওয়া ব্যবসায়ী সুমন হত্যার প্রধান আসামী টিটু সহ ০৩(তিন) জনকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশ। প্রধান আসামী টিটু ও মঞ্জুর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান। গত ইং-০৩/০৭/২০২১ তারিখ শনিবার দুপুর অনুমানিক ১২.৪৫ মিনিটে খবর পেয়ে দ্রত ঘটনাস্থল সদর থানার দক্ষিন রামচন্দ্রপুর এলাকায় যেয়ে নৃশংসভাবে হত্যার শিকার ব্যবসায়ী সুমন প্রামানিক এর ক্ষত-বিক্ষত দেহ পরে থাকতে দেখে। পাবনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম মহোদয়ের নিদের্শনায় অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রোকনুজ্জামান এবং ওসি (সিদর থানা) আমিনুল ইসলাম এর নেতৃত্বে পাবনা সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম দ্রত কাজ শুরু করেন। ঘটনার পর পরই জেলা পুলিশ অপরাধীদের সনাক্ত করতে সক্ষম হয় কিন্তু তারা দ্রুত পালিয়ে যাওয়ায় একাধিক অভিযান করেও আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে গত ইং-০৭/০৭/২০২১ তারিখ গভীর রাত্রে ঢাকা জেলার আশুলিয়া এলাকা হইতে ঘটনার প্রধান আসামী ১। মোঃ টিটু প্রামানিক (২৭) পিতা-মানু প্রামানিক এবং ২। মোঃ মঞ্জু (২৬) পিতা-রমজান উভয় সাং-দক্ষিনরামচন্দ্রপুর থানা ও জেলা-পাবনাদ্বয়কে আটক করে। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে ইং-০৮/০৭/২০২১ তারিখ পাবনা শহর এলাকা হইতে এজাহার নামীয় অপর আসামী ৩। মান্না (৩৫) পিতা-মোঃ আজাহার উদ্দিন সাং-বলরামপুর থানা ও জেলা-পাবনাকে আটক করে। এসময় আসামীদের দেখানো মতে পাবনার ইছামতি নদীর লঞ্চঘাট সংলগ্ন ডোবা হইতে খুনের ঘটনায় ব্যবহৃত একটি বড় হাসুয়া ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরবর্তীতে শুক্রবার বিকাল ০৪.০০ ঘটিকায় আসামী টিটু ও মঞ্জু বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট জনাব মিলন আলীর আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। মামলা নং-০২ তারিখ-০৪/০৭/২০২১ইং ধারা-১৪৩/৩০৭/৩২৪/৩২৬/৩০২/১১৪/৩৪ পেনাল কোড তদন্তকারী অফিসার-মোঃ রওশন ইয়াজদানী, পুলিশ পরিদর্শক(তদন্ত) পাবনা সদর। উদ্ধারকৃত আলামতঃ ১। একটি বড় হাসুয়া ২। একটি চাইনিজ কোড়াল।







সর্বশেষ সংবাদ
DIG Homepage