জয়পুরহাট পাঁচবিবিতে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালীন পাঁচবিবি থানার  এস.আই(নিঃ)/ মোঃ সাগর সরকার সঙ্গীয় অফিসারসহ পাঁচবিবি থানাধীন ধরঞ্জী বাজার এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে,  পাঁচবিবি থানাধীন ধরঞ্জী ইউপি অন্তর্গত ধরঞ্জী গ্রামস্থ ধরঞ্জী বাজার হইতে কড়িয়া বাজার গামী গয়েন উদ্দিন হাজির পুকুরের পার্শ্বে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে ।  উক্ত সংবাদের ভিত্তিতে বাদী সঙ্গীয় অফিসার সহ পাঁচবিবি থানাধীন ধরঞ্জী ইউপি অন্তর্গত ধরঞ্জী গ্রামস্থ ধরঞ্জী বাজার হইতে কড়িয়া বাজার গামী গয়েন উদ্দিন হাজির পুকুরের পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ইং-১৬/০৭/২০২১ খ্রিঃ সময় রাত্রী ২২:৪৫ ঘটিকায় ১। ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক আসামী ১। মোঃ খুরশিদ আলম (৪২), পিতা- মোঃ আতোয়ার মন্ডল, সাং-দক্ষিণ ধরঞ্জী, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে আটক করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage