ডাকাতি প্রস্তুতির সময় হাতে নাতে গ্রেফতার

এসআই(নিঃ)/ মোঃ আব্দুল মতিন, বিপি নং-৮২০১০৭৬৯৭৯, সংগীয় এএসআই(নিঃ)/ মোঃ নূরনবী, বিপি নং-৭৭৯৭০৯০৮৯৬, কং/৭০৩ মোঃ মতিউর রহমান, বিপি নং-৮৫০৫১০৬২২৩, কং/৯১৬ মোঃ দেওয়ান ফিরোজ, বিপি নং-৬৫৮৬০০৩০৭৬  সকলেই তাড়াশ থানা, সিরাজগঞ্জ।  তাড়াশ থানার জিডি নং-৫৯১/২১, তারিখ-১৬/০৭/২০২১ খ্রিঃ মূলে তাড়াশ থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায়  ইং-১৭/০৭/২০২১ তারিখ ভোর ০৪.৪৫ ঘটিকার সময় তাড়াশ থানাধীন কোহিত তিন রাস্তার মোড়স্থ জনৈক মোঃ আদম আলী এর মুদি দোকানের সামনে হইতে আসামী  ১। মোঃ শহিদুল ইসলাম(৫০), পিতা মৃত হাচেন মন্ডল, সাং- নিঙ্গুইন(ভাটোপাড়া), ২। মোঃ ইউসুফ আলী(৪৫), মৃত আয়েন উদ্দিন, সাং-ইটালী,  উভয় থানা- সিংড়া, ৩। মোঃ মুনজুর আলম(২৮), পিতা মোঃ আনোয়ার হোসেন, সাং-ভাতুরিয়া, থানা-নাটোর সদর, জেলা-নাটোরসহ উদ্ধারঃ-১। ছয় চাকা বিশিষ্ট হলুদ ও নীল রং এর ০১টি পুরাতন সচল পিকআপ, যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ন-১৩-০৮৪৬, মডেল KMC1033D3, ENGINE MODEL: DW81-46N62, ENGINE SERIAL: WB884369. পিকআপটি তল্লাশী করিলে পিকআপের বডির ভিতরে থাকা ধৃত আসামীদের দেখানো মতে ২। ০১টি কাটার, যাহা দ্বারা লোহা বা লোহা জাতীয় যে কোন ধাতব কাটা যায়, যাহা লম্বা ২৪ ইঞ্চি, দুই হাতলের রং হলুদ,যাহার মাথায় প্লাস্টিকের কালো কাভার লাগানো আছে, ৩। ০১টি কাঠের বাটযুক্ত হাসুয়া, যাহার লম্বা কাঠের বাটসহ দৈর্ঘ্য ৪৪ ইঞ্চি, ৪। ইস্টিলের বাটযুক্ত ০১টি চাইনিজ কুড়াল, যাহার দৈর্ঘ্য ২০ইঞ্চি। আসামীগন পিকআপ গাড়ী ও অস্ত্র সস্ত্র নিয়া ডাকাতি করিবার প্রস্তুতি সময় ০৩ জন আসামী হাতে নাতে গ্রেফতার করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage