পাবনা জেলার বিভিন্ন থানায় ছিনতাইকারী, চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার।

পাবনা জেলার বিভিন্ন থানায় ছিনতাইকারী, চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার। ঈশ্বরদী থানা ১।ঈশ্বরদী থানার মামলা নং ১২ তারিখ-০৪/০৫/২১ ইং, ধারা-৩৯৪ পেনাল কোড। গ্রফতারকৃত আসামী গোলাম কিবরিয়া @ ইমন (৩২), পিতা-গোলাম রব্বানী @ টেগার, সাং-শিবরামপুর আতাইকুলা রোড, থানা-পাবনা সদর, জেলা-পাবনা ও পলাতক আসামী আশিক, পিতা-খালেক ড্রাইভার, সাং-বাংলা বাজার, থানা-পাবনা সদর, জেলা-পাবনা দ্বয় দাশুরিয়া সুগাুর মিলের সামনে মহা সড়কের উপর ইং-১৫/০৪/২১ তারিখ রাত্রি ২১.১০ ঘটিকায় বাদী এহেজ আলীর পিকআপ থামায়ে চাকুর ভয় দেখিয়ে ২,৫০,০০০/- (দুই লক্ষ পনচাশ হাজার) টাকা ছিনিয়ে নিয়ে যায়। আাসামী ইমনকে ইং ২৮/০৭/২১ তারিখ রাত্রি ০২.১০ ঘটিকায় তার বাড়ি থেকে পাবনা ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয় এবং ছিনতাই করার সময় ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ছিনতাই, মাদক সহ মোট ০৮ (আট) টি মামলা বিজ্ঞ আদালতে চলমান। ২।মোঃ জিম ইসলাম (২০), পিতা- মোঃ নজরুল ইসলাম, শ্রাবণ হোসেন (২০), পিতা-মোঃ মঙ্গল প্রামানিক, উভয় সাং- বাঁশেরবাধা, থানা- ঈশ্বরদী, পাবনা গত ২৭/০৭/২০২১ তারিখ রাত্রী ৮.৩০ ঘটিকার সময় সলিমপু ইউনিয়নে জগন্নাথপুর বালুরখাত নামক স্থানে একজন পাকা রাস্তার উপর মোটর সাইকেল যোগে ধারালো চাকু দ্বারা মৃত্যুর ভয় দেখিয়ে মোবাইল ও টাকা ছিনতাই করে পালানোর সময় সাধারন জনতা পুলিশের সহায়তায় ০২ছিনতাই কারীকে হাতে নাতে ধরে ফেলে। এই সংক্রান্তে ঈশ্বরদী থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। সাথিয়া থানা ৩। আসামী ১. মোঃ শাহীন খাঁ@ শামীম(৩৬) পিতা-মোঃ ওহাব আলী খাঁ সাং- মানিকনগর থানা- বেড়া জেলা-পাবনা ও পলাতক আসামি ২. মোঃ সাইদুল ইসলাম (৩৮) পিতা- মৃত জলিল শেখ ৩. মোঃ আঃ রহিম (৩৫) পিতা- আঃ সাত্তার উভয় সাং- মানিকনগর থানা- বেড়া জেলা-পাবনাগন ভ‍্যানযোগে সাঁথিয়া থানার আফ্রড়া চরপাড়া এলাকায় রাত্রি অনুমান ১২:৩০ঘটিকার সময় শাকিব হোসেন(১৭) পিতা- শ‌ওকত আলী বাড়ির সামনে মোবাইলে ফোনে কথা বলাকালীন আসামীগন চাকুর ভয় দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় থানা পুলিশ কে সংবাদ দিলে টহল পুলিশের সহায়তায় বেড়া থানাধীন পাচুরিয়া গ্ৰামস্হ ইন্দ্রারা মসজিদের সামনে থেকে আসামি শাহীনকে আটক করা হয়। আসামী শাহীনের হেফাজত হতে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই সংক্রান্তে সাঁথিয়া থানায় দ্রুত বিচার আইনের মামলা দায়ের করা হয়েছে। সদর থানা ৪।আসসালামু আলাই কুম স্যার । ইং ২৮/০৭/২০২১ তারিখ সদর ফাড়ীর এএসআই/ মাসুদ এর দেওয়া তথ্য মতে ইন্সপেক্টর মোঃ আবুল কালাম এর নেতৃত্বে এসআই/ কান্তি কুমার, এএসআই/ মাসুদ ও সঙ্গীয় ফোর্স সহ রাত্রি ০১:২০ ঘটিকায় গাছপাড়া টু টার্মিনাল গামী রাস্তায় নামানন্দপুর ব্র্যাক মোড়স্থ জনৈক আতিক পিতা-মোঃ মাহাতাব হোসেন এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী জ্যাকি কোরাইশী স্থায়ী সাং- মেরিল বাইপাস ষ্টেশনের পার্শ্বে বর্তমানে- নামানন্দপুর জনৈক শহিদ এর বাড়ির ভাড়াটিয়া থানা ও জেলা- পাবনা কে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে ইতিপূ্র্বে চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage