তালোড়াকে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজনঃ ওসি হাসান আলী

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়াকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং চুরি, ডাকাতি, ছিনতাই বাল্যবিবাহ সহ অন্যান্য অপরাধ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে দুপচাঁচিয়া থানার আয়োজনে তালোড়া পৌরসভা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তালোড়া পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল এর সভাপতিত্বে ও থানার এস আই নিয়ামান নাসির এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, তালোড়া বাজার দোকান মালিক সমিতির সভাপতি ও তালোড়া পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর ইসলাম শাহিন, তালোড়া চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নূর-এ-আলম চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক সুভাষ প্রসাদ কানু, তালোড়া বাজার উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক আবু তাহের রানা প্রমূখ। এ সময় থানার পিএসআই রুবায়েদ হোসেন, ফেরদৌস হোসেন, এএসআই কমল চন্দ্র, তালাড়া পৌরসভার কাউন্সিলরগণ, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তালোড়াকে মাদকমুক্ত করতে সকলের প্রয়োজন রয়েছে।সমাজের বিভিন্ন অপরাধ দমন করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সকল অপরাধ মূলক কর্মকান্ড নির্মূলে ও অপরাধীদের দমনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।  







সর্বশেষ সংবাদ
DIG Homepage