হারিয়ে যাওয়া সাথী কে অভিভাবকের কাছে ফিরিয়ে দিল সাথিয়া থানা পুলিশ।

জনসেবায় অহর্নিশ, পাবনা জেলা পুলিশ হারিয়ে যাওয়া সাথী কে অভিভাবকের কাছে ফিরিয়ে দিল সাথিয়া থানা পুলিশ। গতকাল সাথিয়া থানা এলাকায় জনৈকা তরুনীকে পরিচয়বিহীন অবস্থায় পেয়ে সাথিয়া থানা পুলিশ তাকে নিরাপদ আশ্রয়ে নেয়। পুলিশ সুপার পাবনার ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেওয়ার পর উক্ত মেয়েটির আংশিক তথ্য পাওয়ায় ওসি সাথিয়া জনাবা আসিফ সিদ্দিকুল ইসলাম ও এস আই একরামুল হক সন্ধান করতে থাকেন। ফেসবুকে ঐ তরুনীর ছবি দেখে একজন চিনতে পেরে তার ঠিকানা প্রদান করেন। সাঁথিয়া থানাধীন পশ্চিম করমজা গ্ৰামের মোঃ আজগর আলী র বাড়িতে উপস্হিত হয়ে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, তার মেয়ে সাথী খাতুন গতকাল (২০) বাড়ি হতে দুপুরে বের হয়ে যায়। তিনি সন্ধ্যার পর বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার মেয়েকে পাননি। জিজ্ঞাসাবাদ সে আরো জানায় প্রায় ৭/৮ মাস পূর্বে আমাইকোলা গ্ৰামের একজন সেনা সদস্য এর সাথে বিয়ে দেন, সাথী খাতুন এর মা প্রায় ২ মাস আগে মারা যাওয়ায় তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং কয়েকদিন পর তার স্বামী তাকে তালাক দেওয়ায় সে আরো ভারসাম্যহীন হয়ে পরে। উক্ত কারনে তাকে তার পরিবার এর লোকজন বাড়িতে রাখে। কিন্তু সে গত ইং ০১/৮/২০২১ তারিখ বাড়ির সকলের অগোচরে বের হয়ে যায়। তাহার পিতা একজন ভ্যানচালক এবং ছোট ভাই এইচএসসি পরীক্ষার্থী। সাথী খাতুন কে তাহার পরিবারের জিন্মায় প্রদান করা হয় এবং তাহার যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হলো।







সর্বশেষ সংবাদ
DIG Homepage