"বাংলাদেশ পুলিশে চার দশক চাকুরি করে দেশ মাতৃকার সেবা করতে পেরে আমি গর্ববোধ করছি। আমাদের বিদায় সংবর্ধনা দেওয়ার জন‍্য পুলিশ সুপার স‍্যারকে অনেক ধন‍্যবাদ

"বাংলাদেশ পুলিশে চার দশক চাকুরি করে দেশ মাতৃকার সেবা করতে পেরে আমি গর্ববোধ করছি। আমাদের বিদায় সংবর্ধনা দেওয়ার জন‍্য পুলিশ সুপার স‍্যারকে অনেক ধন‍্যবাদ। ভবিষ্যতে আমাদেরকে প‍্রয়োজন হলে আমরা আপনাদের পাশে থাকব" - আবেগঘন এই কথাগুলো বলছিলেন পাবনা জেলা পুলিশের অবসরোত্তর ছুটিতে যাওয়া ASI (সশস্ত্র) ওমর আলী। আজ ২ আগস্ট পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম মহোদয়ের সভাপতিত্বে স্বাস্থ‍্যবিধি অনুসরণপূর্বক পাবনা পুলিশ লাইন্সের শহিদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে সদ‍্য অবসরোত্তর ছুটিপ্রাপ্ত তিনজন এএসআই ও তেইশজন কনস্টবলদের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী ছাব্বিশজন পুলিশ সদস‍্যদের প্রত‍্যেককে পুলিশ সুপার মহোদয় Letter of Appreciation এবং শুভেচ্ছাস্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন এবং কুশল বিনিময় করেন। সভাপতি মহোদয় তার বক্তব‍্যের ‍‍প্রারম্ভে অবসরপ্রাপ্ত পুলিশ সদস‍্যদের দীর্ঘদিন আন্তরিকভাবে দেশসেবার জন‍্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, " আপনাদের নি:স্বার্থ দেশসেবা দানের জন‍্য বাংলাদেশ পুলিশ আপনাদের নিকট ঋণী। আপনারা তিন - চার দশক যাবৎ অনুকুল -প্রতিকুল পরিস্থিতির মাঝে ব‍্যক্তিগত স্বার্থ উপেক্ষা করে আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন। এটা ছিল বিস্ময়কর, অনন‍্যসাধারণ।" পুলিশ সুপার মহোদয় তাদের আশ্বস্ত করেন তারা কোন সমস‍্যার সম্মুখীন হলে বাংলাদেশ পুলিশ তাদের পাশে থাকবে অহর্নিশ। পরবর্তীতে পুলিশ সুপার পাবনা মহোদয় তাদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পাবনা জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে আবেগঘন পরিবেশে জেলা পুলিশের সুসজ্জিত গাড়িতে তাদের উঠিয়ে দেয়া হয় এবং নিজ নিজ গন্তব‍্যস্থলে পৌঁছে দেয়া হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage