পাবনা জেলা পুলিশের উদ‍্যোগে শহীদ ক‍্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত ও ১০ হাজার বৃক্ষরোপণ।

পাবনা জেলা পুলিশের উদ‍্যোগে শহীদ ক‍্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত ও ১০ হাজার বৃক্ষরোপণ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ‍্য জ‍্যেষ্ঠ পুত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী আজ পাবনা জেলা পুলিশ যথাযথ ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সাথে উদযাপন করেছে। আজ সকাল ১০ ঘটিকায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর নেতৃত্বে একটি সুসজ্জিত র‍্যালি পুলিশ সুপারের কার্যালয় হতে বের হয়ে পাবনা পৌরসভায় অবস্থিত শেখ রাসেল পার্কের "দূর্জয় পাবনা" স্মৃতিস্তম্ভে শেখ কামালের ‍প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, সহকারি পুলিশ সুপার মো: শরিফুল ইসলাম এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলার ১১টি থানার অফিসার ইন চার্জ এর নেতৃত্বে সংশ্লিষ্ট থানায় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে শহীদ ক‍্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ দপুর ১২:৩০ ঘটিকায় জেলা পুলিশ সুপারের পরিকল্পনা ও নির্দেশনায় জেলা পুলিশ লাইন্স মাঠে, জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, পুলিশ ক‍্যাম্প সমূহে যুগপৎভাবে ১০ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো: স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, সহকারি পুলিশ সুপার মো:শরিফুল ইসলাম ও জেলার অন‍্যান‍্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও অন‍্যান‍্য প্রেস ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মী।উল্লেখ‍্য, পুলিশ সুপার পাবনার উদ‍্যোগে একই প্লাটফর্মে গঠিত ১০ টি সামাজিক ও সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণের এই কর্মসূচী স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়। এছাড়াও আজ যোহরের নামাজ শেষে পাবনা জেলা পুলিশ লাইন্সের মসজিদ এবং অন‍্যান‍্য থানার মসজিদে শহীদ ক‍্যাপ্টেন শেখ কামালের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage