অদ্য ১১ আগস্ট, ২০২১ খ্রিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ ও পুনাকের আয়োজনে ‘সামাজিক বনায়ন কর্মসূচির’ আয়োজন করা হয়। উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের সুযোগ্য কর্ণধার ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও প্রধান উপদেষ্টা, পুনাক। এরই অংশ হিসেবে সারা দেশময় একযোগে দুপুর ১২ঃ৪০ মিনিটে বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। রাজশাহী জেলা পুলিশ ও পুনাক কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্সে বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম ও পুলিশ সুপার, রাজশাহী।