অবৈধভাবে বালু উত্তোলনের সময় আসামী গ্রেপ্তার ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার।

গত ০৮/০৮/২০২১ ইং। ইউনিটের নামঃ বেড়া মডেল থানা পাবনা জেলা। বিষয়ঃ অবৈধভাবে বালু উত্তোলনের সময় আসামী গ্রেপ্তার ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার। ঘটনার তারিখ ও সময়ঃ ইংরেজি ০৮/০৮/২০২১ তারিখ ১৪.১০ঘটিকা। ঘটনাস্থলঃ বেড়া পৌরসভাধী ০৫ নং ওয়ার্ডের বড় পায়না গ্রামস্থ যমুনা নদীর পূর্ব তীর সংলগ্ন হুরাসাগর নামক স্থানে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ অদ্যয় ০৮/০৭/২০২১ ইং তারিখ ১৩ঃ১০ ঘটিকার সময় বেড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ, এসআই মোঃ জুলহাস সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বেড়া পৌরসভাধীন বড় পায়না গ্রামস্থ যমুনা নদীর পূর্বপাড়ে সংলগ্ন হুরাসাগর নামক স্থানে কে বা কাহারা অবৈধভাবে বালি উত্তোলন করিয়া আনলোড করতেছে। উক্ত সংবাদ এর উপর ভিত্তি করে দ্রুত ঘটনাস্থলে পুলিশের অভিযান পরিচালনা করে তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেন। গ্ রেফতারকৃত ব্যক্তি যথা ১.মোঃ রাসেল মোল্লা(২০) পিতা মোহাম্মদ নজরুল মোল্লা ২.মোহাম্মদ ফটিক মোল্লা(৪৬) পিতা-মৃত মাজেদ মোল্লা ৩.মোহাম্মদ সবুর মোল্লা পিতা নুর বক্স মোল্লা সর্ব গ্রাম বড় পায়না, সর্ব থানা বেড়া জেলা পাবনা গনকে গ্রেপ্তারপূর্বক থানায় আসিয়া হাজির হইয়া এজাহার দাখিল প্রক্রিয়ায় তৎপর রহিয়াছে। উদ্ধার ঃ ক. একটি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ট্রলার। খ. দুইটি বালু বহনে ব্যবহৃত শ্যালোমেশিনে চালিত নৌকা। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা পুলিশের অভিযান চলমান থাকবে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage